দৈনিকবার্তা-ঢাকা, ১০ মে: সিলেট, মৌলভীবাজার ও মে হেরপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় ৭ জনের প্রাণহানি হয়েছে।সিলেট সংবাদদাতা জানান, সিলেটের দক্ষিণ সুরমা ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকায় আজ সকালে পৃথক বজ্রপাতের ঘটনায় শিশুসহ ৩ জনের প্রাণহানি হয়েছে।রোববার সকাল ৯টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের মানিকপুর গ্রামে বজ্রাঘাতে আবুল হোসেনের ছেলে আলী হোসেন (২৪) ও ১০ বছর বয়সী এক শিশু নিহত হয়। শিশুর নাম জানা যায়নি। তবে তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলায় ।দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে, সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজাপুর গ্রামের কৃষক আব্দুল আলী (৪৮) বজ্রপাতে প্রাণ হারিয়েছেন। তিনি রাজাপুর গ্রামের মৃত জব্বার মিয়ার ছেলে।কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতালিব জানান, সকালে বৃষ্টির সময় গরু চরাতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অপর দিকে রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলায় বজ্রপাতে দু’জনের প্রাণহানি হয়েছে।তারা হলেন, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৫৪)এবং কাজিপুর গ্রামের কাতার প্রবাসি লিটন হোসেনের স্ত্রী বিলকিচ খাতুন (২৮)।
সাতক।ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার তালায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে জিম নামের সাত বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে নিহত শিশু জিমের মা মেরিনা খাতুনসহ কমপক্ষে ১০ জন। নিহত শিশু জিম তালা উপজেলার শাহজাদপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে। শনিবার বিকেল সাড়ে ৫ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। এর আগে দুপুর ১টার দিকে তালা উপজেলার জাতপুর পেয়ারাতলায় খুলনা-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। আহতদেরকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেনী প্রতিনিধিঃ ফেনীতে একটি দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মহি উদ্দিন (৩২) নামে একজন সিএনজি চালিত অটোরিকশা চালক নিহত ও অপর দুই জন আহত হয়েছে। গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পলিশ জানায়, গত শনিবার রাতে ফেনী পৌর এলাকার মহাসড়কের লালপুল নামক স্থানে ঢাকামূখী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিক্সাটি দুমড়েমুছড়ে যায় এবং চালক মহি উদ্দিন ঘটনাস্থলে নিহত হয়। এসময় দুই যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।নিহত মহিউদ্দিন ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের কসকা এলাকার আমির হোসেনের ছেলে।ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মদ পাঠান সড়ক দুর্ঘটনায় অটোরিক্সা চালক নিহতের সত্যতা নিশ্চিত করেছেন৷ কাওড়াকান্দি – শিমুলিয়া নৌরুটে ফেরির সাথে স্পীড বোটে মুখোমুখি সংঘর্ষ
মাদারীপুর : কাওড়াকান্দি- শিমুলিয়া নৌরুটের পদ্মা নদীতে ফেরির সাথে স্পীড বোটে মুখোমুখি সংঘর্ষ ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ১১টার দিকে। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মাদারীপুরের কাওড়াকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সাথে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা শামীম মাতুব্বরের মালিকানাধীনএকটি স্পীডবোটের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে আলো স্বল্পতার কারনে এই দুর্ঘটনা ঘটেছে।কাওড়াকান্দি ফেরিঘাটের বিআইডব্লিটিএর ম্যানেজার আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নৌ রুটে রাতে আলো স্বল্পতার কারনে স্পীড বোট চলাচল নিষিদ্ধ হলেও প্রশাসনের চোখ ফাকি দিয়ে স্পীড বোট চলছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।