দৈনিকবার্তা-ঢাকা, ১০ মে: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, এই জনবিরোধী সরকারের অধীনে বিএনপি আর কোনো নির্বাচনে যাবে না।তিনি বলেন, এখনো সময় আছে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য সংলাপে বসুন। জনগণ রাস্তায় রায় দিলে আপনাদের অস্তিত্ব খুঁজে পাবেন না।রোববার বিকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শ্রমিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।দলের নেতাকর্মীদের উদ্দেশে হান্নান শাহ বলেন, ঢাকাসহ সারাদেশে বিএনপির কমিটি পুনর্গঠনের প্রক্রিয়া চলছে। সরকারের বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠনগুলোকে শক্তিশালী করার জন্য এই প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।
সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, যদি মুরোদ থাকে তাহলে তিনমাসের মধ্যে গণভোট দিন। তখন দেখা যাবে আপনাদের জনপ্রিয়তা আছে কি নেই। ক্ষমতাসীনরা মুখে শুধু ডিজিটালের কথা বলেন। আমরা ডিজিটাল পদ্ধতিতে সরকার কতটা অমানবিক, অগণতান্ত্রিক সেগুলো লিপিবদ্ধ করে রাখছি। সময় হলেএগুলো তাদের ফেরত দেয়া হবে।সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সময় হয়েছে আন্দোলনের। এখন শুধু ডাকের অপেক্ষা। আন্দোলনের ডাক আসলে আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।তিনি অবিলম্বে কারাবন্দি বিএনপি নেতাদের মুক্তির দাবি জানান।শ্রমিক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনোয়ার হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মো. জাফরুল হাসান, সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান প্রমুখ বক্তব্য রাখেন।