????????????????????????????????????

দৈনিকবার্তা-গাজীপুর, ১০ মে: আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় জাতীয় বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার শারীরিক শিক্ষা দফতরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুনাজ আহমেদ নূর, ট্রেজারার অধ্যাপক মোঃ নোমান উর রশীদ, ডিন, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, রেজিস্ট্রার,কলেজ পরিদর্শক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

গত ৪ মে থেকে ৭ মে পর্যন্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার ৪টি ইভেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্ট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ১৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের টীম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অর্জিত এ সাফল্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ খেলোয়াড়, কোচ ও সংশ্লি¬ষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে অভিনন্দন জানিয়ে বলেন যে, শীঘ্রই এ সব কৃতি শিক্ষাবিদকে আনুষ্ঠানিকভাবে সম্বর্ধনা দেয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এতথ্য জানিয়েছেন।