দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ১০ মে: বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট-গৌরনদী সড়কের নীচে খাল-নদী না থাকলেও অপরিকল্পিতভাবে কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রাস্তা থেকে মাত্রাতিরিক্ত উঁচু একাধিক ব্রিজ। এই ব্রিজগুলো জনগণের কোনো কাজেই আসছেনা।জানা গেছে, বরিশালের আগৈলঝাড়া-পয়সারহাট-গৌরনদী সড়কে ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারের সময় মহাসড়কে রূপান্তরিত করে কাজ শুরু করা হয়। ওই সময় মহাসড়কের বিভিন্ন স্থানে ব্রিজের জন্য সড়ক ও জনপথ প্রধান কার্যালয়ের সেতু বিভাগ থেকে ডিজাইনার সরেজমিনে এসে এ সড়কের ফুল্লশ্রী, সুজনকাঠী, রথখোলাসহ বিভিন্নস্থানে একাধিক ব্রিজ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় গৃহীত প্রকল্পগুলো সম্প্রতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি ব্রিজে প্রায় কোটি টাকা করে ব্যয় হয়েছে। ২৪ ফুট প্রস্থ ও ১০০ ফুট দৈর্ঘ্য পিসি গার্ডার দিয়ে নির্মিত ব্রিজগুলো জনগণের কোনো কাজেই আসছে না। অন্যদিকে সড়ক থেকে অধিক মাত্রায় উঁচু হওয়ার ফলে অহরহ ঘটছে দূর্ঘটনা। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, বর্তমান সময়ে যোগাযোগ ব্যবস্থার উন্নতির ফলে ব্রিজগুলো অপরিকল্পিতভাবে নির্মাণ করায় কোন কাজেই আসছেনা। একটি ব্রিজের টাকা দিয়ে একাধিক কালভার্ট নির্মাণ করা যেত।সওজ’র একটি সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের সময় এ ব্রিজগুলো ডিজাইন করে টেন্ডার আহ্বাণ করা হয়েছে। এবিষয়ে সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, ব্রিজগুলো এত উঁচু করা ঠিক হয়নি। কবে প্রকল্প গ্রহণ করা হয়েছে তা ফাইল না দেখে বলা যাবেনা।
আগৈলঝাড়ায় অপ্রয়োজনে নির্মিত হয়েছে কোটি টাকার ব্রিজ
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বাজারে এলো ‘অপো রেনো১৩ ৫জি স্মার্টফোন
দেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে প্রযুক্তি প্রতিষ্ঠান অপো। ‘অপো রেনো১৩ ৫জি’ স্মার্টফোনটি সম্পূর্ণ ‘ওয়াটার প্রুফ’ বা পানিরোধী স্মার্টফোন। এই মোবাইলে রয়েছে- ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় আইপি৬৯...
১৩০০ কোটি টাকার সৌদি ও যুক্তরাষ্ট্রের বিনিয়োগ পেয়েছে দেশীয় স্টার্টআপ “শপআপ”
বাংলাদেশের বৃহত্তম বিটুবি কমার্স প্ল্যাটফর্ম শপআপ ও গালফ অঞ্চলের শীর্ষস্থানীয় বিটুবি মার্কেটপ্লেস ও সার্ভিস প্ল্যাটফর্ম সারি জোট বেধে গঠন করলো সিল্ক গ্রুপ। এর ফলে...
বাংলাদেশে স্টারলিংকের পরীক্ষামূলক যাত্রা শুরু আজ
বাংলাদেশে মহাকাশভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে আজ বুধবার (৯ এপ্রিল)।
রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের’ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা...
৯০ দিনের মধ্যে বাণিজ্যিকভাবে স্টারলিংক চালুর নির্দেশ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯০ দিনের মধ্যে স্টারলিংকের স্যাটেলাইট ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালুর নির্দেশনা দিয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) প্রধান উপদেষ্টা সংশ্লিষ্টদের...