DoinikBarta_দৈনিকবার্তা shajahan-khan_2

দৈনিকবার্তা-মুন্সীগঞ্জ, ০৯ মে ২০১৫: নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, খালেদা জিয়া মানুষ খুন করে অভ্যস্ত হয়ে গেছেন।তিনি সন্ত্রাসের স¤্রাজ্ঞী, সন্ত্রাস করা তার অভ্যাসে পরিণত হয়েছে।মুন্সীগঞ্জের রাঢ়ীখালে শনিবার দুপুরে হুমায়ুন আজাদ কমপ্লেক্স উদ্বোধন ও তার জন্মদিন উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের আলোচনা সভায় প্রধান আিতথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ দিন ছিল হুমায়ুন আজাদের ৬৮তম জন্ম জয়ন্তী ছিল।হুমায়ুন আজাদের অনুজ এবং হুমায়ুন আজাদ ফাইন্ডেশনের সভাপতি ও সরকারের অতিরিক্ত সচিব মো. সাজ্জাদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌ সচিব শফিক আলম মেহেদী, জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল, কবি জাহাঙ্গীর হাবিবুল্লাহ, মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী শামসুদ্দিন ও রাঢ়ীখাল ইউপি চেয়ারম্যান হারুন উর রশিদ। উপস্থিত ছিলেন হুমায়ুন আজাদ এর পতœী লতিফা কহিনুর, পুত্র অনন্য আজাদ।এর আগে সকালে হুমায়ুন আজাদের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। হুমায়ুন আজাদের বাড়িতে ড. হুমায়ুন আজাদ কমপ্লেক্স’ এর ভেতরেই তার সমাধি এবং তার পৈত্রীক বাড়ি ও জ্যোতিময় আঙ্গিনা রয়েছে। পর্যায়ক্রমে এখানে লাইব্রেরীসহ জ্ঞানচর্চায় আরও বিভিন্ন প্রতিষ্ঠান করা হবে বলে জানিয়েয়েন ফাউন্ডেশনের সভাপতি।

অনুষ্ঠানে হুমায়ুন আজাদকে নিয়ে লেখা মো. সাজ্জাদ কবিরের রক্তের জলপ্রপাত বইয়ের মড়ক উন্মোচন করা হয়।নৌ পরিবহন মন্ত্রী বলেন, হুমায়ুন আজাদ ছিলেন খাটি বাঙালি, বাংলাকে ভালোবাসতেন, বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। এটাই ছিল তার অপরাধা। আর সে জন্যই জঙ্গীবাদরা তার উপর হামলা চালিয়েছে। তিনি বেঁচে থাকলে বাংলা সাহিত্য আরও সমৃদ্ধ হত। তাঁর আদর্শ এবং সৃষ্টিশীল কর্মগুলো আমাদের ধারণ করতে হবে। পরবর্তী প্রজন্মকে অবগত করতে হবে।তিনি বলেন, খালেদা এখন আর মানবী নয়, খালেদা এখন দানবী। তিনি প্রেট্রোল বোমার আগুনে পুড়িয়ে শত শত মানুষ হত্যা করেছেন। হাজার, হাজার যানবাহনে অগ্নিসংযোগ করেছেন। দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন।মন্ত্রী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বাঁধাগ্রস্থ করতেই দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করেছেন।