দৈনিকবার্তা-পার্বতীপুর(দিনাজপুর), ০৯ মে ২০১৫: রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, সারাদেশে রেলওয়ের বন্ধ স্টেশনগুলো শিগগির চালু করা হবে। এজন্য রেলের পশ্চিম ও পূর্ব জোনে দু’টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে।শনিবার সকাল সাড়ে ১০টার দিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রেলের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা ( কেলোকা) পরিদর্শনে এসে স্থানীয় সংবাদ কর্মীদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন। ঈদুল ফিতরে যাত্রীদের বিশেষ সেবা দেয়ার জন্য নতুন কোচ সংযোজন করার লক্ষ্যে মন্ত্রী আজ মেরামত কাজ পরিদর্শনে পার্বতীপুর ও সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন করেছেন। পরে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে।তিনি বলেন, ঈদ উপলক্ষে যাত্রীদের কাঙ্খিত সেবা দেয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নতুন কোচ এবং লোকমোটিভ দিয়ে যাত্রীদের বিশেষ সেবা দেয়া।মন্ত্রী এ সময় বলেন, গত বছরের তুলনায় এবছর আরো বেশী কোচ সংযোগ হবে রেলওয়েতে। এজন্য কর্মকর্তা-কর্মচারীরা রাতদিন কাজ করে যাচেছন। তাই এবছর নতুন চমক থাকতে পারে রেলওয়েতে।এছাড়াও প্রতিটি ষ্টেশনে কালোবাজারি বন্ধ আর ট্রেনের সিডিউল সঠিক রেখে সার্বক্ষণিক যাত্রীদের সেবা দেয়ার লক্ষ্যে কাজ করছেন রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তাগণ।মন্ত্রী পরিদর্শন শেষে আরো বলেন, বর্তমানে রেলের সেবার মান অতীতের চেয়ে অনেকগুণ বেড়েছে। তাই সর্বস্তরের মানুষ এখন নিরাপদ বাহন হিসেবে রেলকেই বেশী প্রাধান্য দিচ্ছে। এবারের ঈদে অতিরিক্ত চাপ সামাল দিতে আমরা এখন থেকেই সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যাত্রীদের সেবাই আমাদের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হুইপ শওকত চৌধুরী, রেলপথ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালাহ উদ্দীন, রেলওয়ের মহাপরিচালক আমজাদ হোসেন, এ ডি জি(আরএস) খলিলুর রহমান, রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) খায়রুল আলম ও প্রধান প্রকৌশলী (পশ্চিম) মাহবুবুল হক বশির।