দৈনিকবার্তা-ঢাকা, ৯ মে: ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস, ভারতের গৌতম গম্ভীর ও বিরেন্দ্রর শেবাগের পাশে বসলেন বাংলাদেশের মোমিনুল হক। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে নিজের নবম হাফ- সেঞ্চুরির স্বাদ পান তিনি। ফলে টানা ১১ টেস্ট ম্যাচের ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেন মোমিনুল। তাতেই রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন বড় ফরম্যাটে বাংলাদেশের এই রান মেশিন।
খুলনা টেস্টের প্রথম ইনিংসে ৮০ রান করেছিলেন মোমিনুল। ফলে টানা ১০ ম্যাচের ইনিংসে হাফ-সেঞ্চুরি করে ইংল্যান্ডের জন এডরিচ ও ভারতের শচীন টেন্ডুলকারের পাশে বসেন তিনি। এরপর ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রান করে টানা ১১ ম্যাচে হাফ-সেঞ্চুরির কীর্তি গড়লেন মোমিনুল। তাতেই রিচার্ডস, গম্ভীর ও শেবাগের পাশে বসলেন তিনি।মোমিনুলের সামনে এখন রয়েছে দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। টানা ১২ টেস্টের ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছেন ডি ভিলিয়ার্স। বর্তমানে যে ফর্মে রয়েছেন মোমিনুল, তাতে ভারতের বিপক্ষে বাংলাদেশের আসন্ন টেস্টেই ডি ভিলিয়ার্সকে ছুঁেয় ফেলবেন তিনি, এমনটা আশা করাই যায়।এখন পর্যন্ত ১৪ ম্যাচের ২৭ ইনিংসে ৬০ গড়ে ১৩৮০ রান করেছেন ২৩ বছর বয়সী মোমিনুল।