দৈনিকবার্তা-ঢাকা, ৯ মে: বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন আগামী ২০ মে।এ নির্বাচনে মোট ৪৮হাজার ৪’শ ৬৫ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।নির্বাচনে প্যানেলভিত্তিক সমর্থিত প্রার্থীরা এবং একক প্রার্থীগণও দেশব্যাপী সকল আইনজীবী সমিতিতে সফর করে জমজমাট প্রচারণা চালাচ্ছেন। সেখানে সমাবেশ করে আইনজীবীদের স্বার্থে বিভিন্ন প্রতিশ্রুতি ব্যক্ত করে ভোট প্রার্থনা করছেন প্রার্থী ও তাদের সমর্থকেরা। এছাড়াও প্রার্থীদের পক্ষে লিফলেট,মোবাইলে এসএমএস, কল,আইনজীবীদের লাইব্রেরী, হলরুম, চেম্বারে গিয়েও ভোট প্রার্থনা ও প্রচার চালানো হচ্ছে।
আগামী ২০ মে বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনে স্থাপিত ভোটকেন্দ্র, দেশের জেলা সদরের সকল দেওয়ানি আদালত প্রাঙ্গণে স্থাপিত ভোটকেন্দ্র এবং বাজিতপুরসহ দেশের ১২ উপজেলা পর্যায়ে দেওয়ানি আদালত অঙ্গনের ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্টিত হবে।নির্বাচনে ১৪টি সদস্য পদে নির্বাচনের জন্য চূড়ান্তভাবে ৬১ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ১৪ জন সদস্যের মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে ৭ জন এবং দেশের ৭টি অঞ্চলের লোকাল আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে ৭ জন নির্বাচিত হবেন। সাধারণ আসনে ৭ জন সদস্যের বিপরীতে ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। ৭টি অঞ্চলের লোকাল আইনজীবী সমিতির ৭টি সদস্যপদে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন।৭টি অঞ্চল হলো- গ্র“প-এ-সাবেক বৃহত্তর ঢাকা জেলার সকল আইনজীবী সমিতি এখানে ৪ জন প্রার্থী গ্র“প-বি-বৃহত্তর ময়মনসিংহ, টাঙ্গাইল, ফরিদপুর জেলার আইনজীবী সমিতি এখানে ৩ জন প্রার্থী গ্র“প-সি- বৃহত্তর চট্রগ্রাম ও নোয়াখালী জেলার আইনজীবী সমিতি-এখানে ৩জন প্রার্থী গ্রুপ-ডি- বৃহত্তর কুমিল্লা জেলা ও সিলেট জেলা অঞ্চলের আইনজীবী সমিতি- এখানে ৫ জন প্রার্থী গ্রুপ-এফ- বৃহত্তর খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের আইনজীবী সমিতি-এখানে ৩ জন প্রার্থী গ্রুপ-এইচ- বৃহত্তর রাজশাহী, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের আইনজীবী সমিতি-এখানে ৪ জন প্রার্থী এবং গ্রুপ-জি বৃহত্তর দিনাজপুর, রংপুর, বগুড়া ও পাবনা জেলার আইনজীবী সমিতি-এখানে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আইনজীবীদের সনদসহ পেশাগত বিষয়ের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল। প্রতি তিন বছর অন্তর অন্তর বার কাউন্সিল নির্বাচন অনুষ্টিত হয়। বার কাউন্সিল ১৫ জন সদস্যের সমন্বয়ে পরিচালিত হয়ে থাকে। এর মধ্যে রাষ্ট্রের এটর্নি জেনারেল পদাধিকার বলে এর চেয়ারম্যান। বাকী ১৪ জন আইনজীবীদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে থাকেন। ১৪ জনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামতের ভিত্তিতে একজন ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ে থাকেন।
সাধারণ আসনে ৭ জন সদস্যের পদে আওয়ামী লীগ ও সমমনা আইনজীবী সংগঠন সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ এবং বিএনপি ও তাদের সমমনা আইনজীবীদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল, আইনজীবী ঐক্য পরিষদ নামে একটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও আরো প্রার্থী এ নির্বাচনে অংশ নিচ্ছেন।সাধারণ আসনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্রার্থীরা হলেন- সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ব্যারিষ্টার এম আমীর-উল ইসলাম, এডভোকেট আব্দুল বাসেত মজুমদার ও ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, এডভোকেট আব্দুল মতিন খসরু, এডভোকেট পরিমল চন্দ্র গুহ (পি.সি গুহ), এডভোকেট জেড আই খান পান্না ও সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক এডভোকেট শ.ম রেজাউল করিম। সাধারণ আসনে ৭টি সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা হলেন- সুপ্রিমকোর্ট বারের বর্তমান সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিমকোর্ট বারের সাবেক সভাপতি ও সাবেক এটর্নি জেনারেল আব্দুল জামিল মোহাম্মদ আলী (এ.জে মোহাম্মদ আলী), সুপ্রিমকোর্ট বারের বর্তমান সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন (খোকন), ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট সানাউল্লাহ মিয়া, সুপ্রিমকোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিষ্টার বদরুদ্দোজা বাদল, ঢাকা বারের সাবেক সভাপতি এডভোকেট বোরহানউদ্দিন ও এডভোকেট মহসিন মিয়া।আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের প্রার্থীরা হ”েছন-এডভোকেট মো: ই¯্রাফিল, এডভোকেট ড.মো. ইউনুস আলী আকন্দ, এডভোকেট মো.আবুল কালাম আজাদ, এডভোকেট মো.আবুল হোসেন, এডভোকেট মো: দেলোয়ার হোসেন মল্লিক, এডভোকেট মো.মাহবুব আলী ভুইঁয়া ও এডভোকেট মো: সুলতান এ. সবুর চৌধুরী।