rowshan-ershad-351x185

দৈনিকবার্তা-ময়মনসিংহ, ৯ মে: বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ বলেছেন, মন্ত্রিপরিষদ থেকে জাতীয় পার্টির মন্ত্রীদের পদত্যাগের বিষয়টি দলীয়ভাবে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’শনিবার দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের নবনির্মিত আইসিটি ভবন ও পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদ ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন,‘সরকার ও বিরোধী দল একমত না হলে দেশে উন্নয়ন সম্ভব নয়। দেশকে এগিয়ে নেয়া যাবে না।এ সময় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী, মুক্তিযোদ্ধা আব্দুল জলিলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে রওশন এরশাদ পরাণগঞ্জ ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল পরিদর্শন করে চরাঞ্চলবাসীর চিকিৎসা সেবার খোঁজ নেন এবং পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় পার্টি আয়োজিত কর্মী সমাবেশে যোগ দেন ।