DoinikBarta_দৈনিকবার্তাINU

দৈনিকবার্তা-কুষ্টিয়া, ০৯ মে ২০১৫: জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম জিয়ার মত আগুন সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে হয় দমন করতে হবে, না হলে বাংলাদেশকে জঙ্গীবাদী তালেবানদের কাছে ইজারা দিতে হবে।তিনি আরো বলেন, বেগম জিয়া মধ্যযুগীয় কোন রাণী নন, যে তার বিরুদ্ধে মামলা করা যাবে না।শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট ও যুবদলের দেশব্যাপী বিক্ষোভ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বেগম জিয়া জনগণের চোখের সামনে আগুন যুদ্ধ পরিচালনা করে অনেক মানুষকে পুড়িয়ে মেরে হত্যা করেছে। এই সন্ত্রাসী কর্মকান্ডের জন্য তার বিরুদ্ধে মামলা অবশ্যই হতে হবে বলেও তিনি জানান।

কোন অদৃশ্য ভুত এসে তো আর সাধারণ মানুষদের পুড়িয়ে হত্যা করেনি উল্লেখ করে ইনু বলেন, বেগম জিয়া এখন এমন ভাব করছেন যেন বাংলাদেশে কোন আগুন যুদ্ধ হয়নি। তিনি ধোয়া তুলসি পাতা সাজতে চাইছেন। তিনি এখন ফিটফাট হয়ে বাংলাদেশের রাজনীতিতে আবার গণতন্ত্রের ওড়না পড়ে হালাল হবার চেষ্টা করছেন।রাজনীতি থেকে জামায়াতকে নিষিদ্ধের ব্যাপারে তথ্যমন্ত্রী বলেন, জামায়াত ইসলামকে রাজনীতি থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি আইনগত হতে হবে। কারণ অতীতে সামরিক শাসনের হাত ধরে জামায়াত ইসলাম বৈধতা পেয়েছে, তাই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।তিনি বলেন, গনতন্ত্রকে যদি পরিস্কার-পরিচছন্ন করতে হয় তাহলে জামায়াতের সাম্প্রদায়িক রাজনীতি বন্ধ করাতে হবে।এ সময় জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা তথ্যঅফিসার মোঃ তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।পরে মন্ত্রী শহরতলী বৌটতলে আনসার-ভিডিপির এক সমাবেশে ও দুপুরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য কমিটির এক সভায় যোগদান করেন।