DoinikBarta_দৈনিকবার্তা image_219560.suranjit_sen_gupta_07

দৈনিকবার্তা-ঢাকা, ০৮ মে ২০১৫: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ভারতের রাজ্যসভা ও লোকসভায় স্থলসীমান্ত বিল সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় বিশ্ব রাজনীতিতে নতুন বলয় সৃষ্টি হবে।তিনি বলেন, এ অর্জন শুধু বাংলাদেশের কূটনৈতিক সাফল্যই নয়, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার নজির।এটি নিঃসন্দেহে একটি অভাবনীয় ঘটনা। এর ফলে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।সুরঞ্জিতসেনগুপ্ত শুক্রবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।চলমান রাজনীতির বিষয় নিয়ে বঙ্গবন্ধু একাডেমি এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের উপদেষ্টা ডা. এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির হোসেন, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বহুল কাঙ্খিত এই স্থলসীমান্ত চুক্তি পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস করার মধ্যদিয়ে ভারত আবারও প্রমাণ করলো- তারা আমাদের বন্ধু, বন্ধু চিরকালই বন্ধু থাকে।স্থলসীমান্ত চুক্তি পার্লামেন্টে সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে ধন্যবাদ জানান সুরঞ্জিত সেনগুপ্ত।