দৈনিকবার্তা-গাজীপুর, ৮ মে: গাজীপুরে শ্রীপুরের একটি গ্রামের পাঁচ কিলোমিটার এলাকা বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বিদ্যুতায়নের ফলে নতুন এ এলাকার চার’শ পরিবার বিদ্যুত সংযোগ পাবে। এতে ওই এলাকার কমপক্ষে দু’হাজার মানুষ সুফলভোগ করবে। দীর্ঘ অপেক্ষার পর বিদ্যুত সংযোগ পেয়ে স্থানীয়দের মাঝে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সহ-সম্পাদক ও শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী বিশ্ববিদ্যালয় কলেজ পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব অ্যডভোকেট জামিল হাসান দুর্জয়।
কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক অ্যাডভোকেট হারুন-অর রশীদ ফরিদের সভাপতিত্বে স্থানীয় দারগারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর আলম, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল ও ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২এর উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আতিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল আলম প্রধান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বুলবুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমূখ।
ময়মনসিংহ পল্লী বিদ্যুত সমিতি-২ এর মহাব্যবস্থাপক (জিএম) জাহাঙ্গীর আলম জানান, নতুন এ এলাকার বিদ্যুত সংযোগে চার’শ পরিবার বিদ্যুত সংযোগ পাবে। পরবর্তীতে সংযোগের সংখ্যা বাড়তে থাকবে। এর মধ্যে সেচ সুবিধা এবং বিভিন্ন ধরণের কৃষি খামার অন্তর্ভূক্ত রয়েছে। ফলে ওই এলাকার কমপক্ষে দুই হাজার মানুষ সুফলভোগ করবে। এ প্রকল্প বাস্তবায়নে মোট ৪০ লাখ টাকা ব্যায় হয়েছে। তিনি আরো জানান, শ্রীপুর উপজেলা ৫৪ কিলোমিটার এলাকা বিদ্যুতায়িত হয়েছে। ৪৩ কিলোমিটার এলাকা ঠিকাদারের মাধ্যমে বিদ্যুতায়নের কাজ চলমান এবং ৫২ কিলোমিটার এলাকায় বিদ্যুতায়নের প্রক্রিয়া চলছে। ২০১৯ সালের মধ্যে আরো তিন’শ কিলোমিটার এলাকা বিদ্যুতায়ন করা হবে । এরপর উপজেলায় আর বিদ্যুতায়নের প্রয়োজন পড়বে না।