Tulip Siddiq_labour
দৈনিকবার্তা-লন্ডন, ৮ মে ২০১৫ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক যুক্তরাজ্যের সংসদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন। গতকাল এই নির্বাচন অনুষ্ঠিত হয়।  শেখ রেহানার কন্যা টিউলিপ হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসনে লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন।  তিনি ২৩ হাজার ৯৭৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির সায়মন মার্কাস ২২ হাজার ৮৩৯ ভোট পেয়েছেন।

এছাড়া বাংলাদেশী বংশোদ্ভূত অন্য দু’জন প্রার্থী রুশনারা আলী ও রুপা হক নির্বাচনে জয়লাভ করেন। রুশনারা আলী প্রথম বাংলাদেশী ব্রিটিশ আইনপ্রণেতা হিসেবে এমপি পুনঃনির্বাচিত হয়েছেন। তিনি লেবার পার্টি থেকে বেথনাল গ্রিন ও বো আসন থেকে নির্বাচিত হয়েছেন। তিনি ২৪ হাজার ৩১৭ ভোট পেয়েছেন।  লেবার পার্টির প্রার্থী ড. রুপা হক ২২ হাজার ২ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টির অ্যানজি ব্রে ২১ হাজার ৭২৮ ভোট পেয়েছেন।