crosfire-bonduk

দৈনিকবার্তা-কক্সবাজার, ৮ মে: ক ক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা মানবপাচারকারী চক্রের সদস্য। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের হ্যাচারি এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহতরা হলেন- টেকনাফের শাহপরীর দ্বীপ বাজারপাড়ার আবুল হোসেনের ছেলে ধলু হোসেন (৫৫), সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকার আবদুল মাজেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪) ও একই ইউনিয়নের খাড়িয়াখালির কবির আহমেদের ছেলে জাফর আলম (৩৮)। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাগর পথে মালয়েশিয়ায় মানব পাচারের গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৩টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের হ্যাচারী এলাকায় পুলিশ অভিযানে যায়। এসময় পুলিশকে লক্ষ্য করে মানব পাচারকারীরা গুলি করে। পুলিশও পাল্টা গুলি করে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষের পর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ৩ জনের মৃত দেহ পাওয়া যায়।ওসির দাবি, বন্দুকযুদ্ধে’ তিনিসহ পুলিশের ৩ কর্মকর্তা আহত হন। এছাড়া ঘটনাস্থল থেকে ২টি দেশীয় তৈরী এলজি বন্দুক, ১০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।তিনি আরো জানান, নিহতদের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগে ১৮টি করে মামলা রয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।