????????????????????????????????????

দৈনিকবার্তা-গাজীপুর, ০৮ মে ২০১৫: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ও প্রতিষ্ঠানসমূহে শিক্ষার মানোন্নয়নে এক কর্মশালা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি প্রধান অতিথি হিসেবে এবং শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। কর্মশালায় ইউজিসি’র সাবেক চেয়ারম্যান প্রফেসর নজরুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আবদুল মমিন চৌধুরী ও অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ, এশিয়াটিক সোসাইটি’র সভাপতি প্রফেসর আমীরুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাবেক উপাচার্য প্রফেসর শরীফ এনামুল কবির, অধ্যাপক ড. খন্দকার বজলুল হক, ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিষয় বিশেষজ্ঞ, পত্রিকার সম্পাদক, স্টেকহোল্ডার ও অন্যান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।বক্তাগণ শিক্ষার মানোন্নয়নে ছাত্রদের শ্রেণিমুখী করা, পাঠ্যপুস্তক যুগোপযোগী করা, তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা, মানসম্পন্ন শিক্ষক, মেধারভিত্তিতে কেন্দ্রীয়ভাবে কলেজ শিক্ষক নিয়োগ, পর্যাপ্ত অবকাঠামোগত সুযোগ-সুবিধা, শিক্ষা কার্যক্রমের নিবিড় মনিটরিং, শিক্ষা প্রতিষ্ঠান পরিচালন দলীয় রাজনীতিমুক্তকরণ ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম শুক্রবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।