দৈনিকবার্তা-ঢাকা, ০৮ মে ২০১৫: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ২৮তম জাতীয় সম্মেলন আগামী ২৫ ও ২৬ জুলাই অনুষ্ঠিত হবে।শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ। আগামী ২৮মে ঢাকা মহানগর উত্তর ও ৩০ মে ঢাকা মহানগর দক্ষিণ এবং ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।এছাড়াও আগামী ২৫ মে থেকে ৪ জুলাই অন্যান্য কমিটির মেয়াদোর্ত্তীর্ণ জেলা ও মহানগর শাখার সম্মেলন অনুষ্ঠিত হবে।আগামী ১০ জুলাইয়ের মধ্যে সকল জেলা শাখাকে কাউন্সিলর তালিকা কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন হয়েছে ২০১১ সালের ১০ জুলাই। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছরের মধ্যে সম্মেলন আয়োজনের বাধ্যবাধকতা থাকলেও বর্তমান কমিটির কার্যকাল ৪ বছর হতে আর দুই মাসের মতো বাকি।
২০১১ সালের সর্বশেষ সম্মেলনে ছাত্রলীগের সভাপতির পদ পান বদিউজ্জামান সোহাগ এবং সাধারণ সম্পাদকের পদ পান সিদ্দিকী নাজমুল আলম।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ব্রিটেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশের তিন কন্যা টিউলিপ সিদ্দিকী, রুশনারা আলী ও রূপা হকের জয়লাভ এবং ভারতের লোকসভায় সীমান্ত চুক্তি পাস হওয়ায় সারা দেশে আনন্দমিছিলের কর্মসূচি ঘোষণা করেন তিনি। সোহাগ বলেন, আগামীকাল শনিবার সারা দেশের সকল জেলা উপজেলা ও রোববার সকল শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দমিছিল অনুষ্ঠিত হবে।এছাড়া শনিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রলীগ এবং পরের দিন রোববার বিকেলে মহানগর উত্তর শাখা ছাত্রলীগ আনন্দমিছিল করবে।সংবাদ সম্মেলনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম, সহসভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, দপ্তর সম্পাদক শেখ রাসেল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।