দৈনিকবার্তা-ঢাকা, ৮ মে: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তি উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো ‘এবি ব্যাংক চ্যানেল আই রবীন্দ্রমেলা’১৫। এবছর আজীবন সম্মাননা পেয়েছেন নাট্যব্যাক্তিত্ব আতাউর রহমান। শুক্রবার সকাল ১০টায় মেলার উদ্বোধন শেষে আতাউর রহমানের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সব্যসাচি লেখক সৈয়দ শামসুল হক, চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুন, মুকিত মজুমদার বাবু, মেলার প্রধান পৃষ্ঠাপোষক এবি ব্যাংকের ডিএমডি মশিউর রহমান, আইএফআইসি ব্যাংকের এমডি ও সিইও শাহ এ. সারোয়ার, কবি আসাদ চৌধুরী, সৈয়দ হাসান ইমাম, শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান প্রমুখ। পুরস্কার গ্রহণ করে আতাউর রহমান বলেন- আজ আমি যে সম্মাননা পেয়েছি সেটা আমৃত্যু ধরে রাখবো। সেই সাথে বলছি রবীন্দ্রনাথকে নিয়ে সামাণ্য কিছু কাজ করে চ্যানেল আই ও আইএফআইসি ব্যাংকের’র সুবাদে যে সম্মাননা দেখে যেতে পারলাম, এজন্য নিজেকে গৌরবান্বিত মনে করছি।
এরপর রেজওয়ানা চৌধুরী বন্যার একটি একক রবীন্দ্র সঙ্গীতের ‘ভরা থাক্ স্মৃতিসুধায়’ সিডির মোড়ক উন্মোচন করা হয়। মেলায় গান পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, সাদী মহম্মাদ ও আমেনা আহমেদ, হীমাদ্রি শিখর, সালমা আকবর, সাজিদ আকবর, সরোয়ার হোসেন বাবু, ফাহিম হোসেন চৌধুরী প্রমুখ। মেলায় আগত বিশিষ্টজনরা রবীন্দ্রনাথকে নিয়ে স্মৃতিচারণ করেন। আবৃত্তি করেন সৈয়দ হাসান ইমাম ও আফরোজা বানু। দলীয় সঙ্গীত পরিবেশন করে সুরের ধারা, নৃত্য পরিবেশন করে ভোরের পাখি নৃত্যকলা, তারায় তারায় দীপশিখা ও নটরাজের শিল্পীরা। রবীন্দ্র চিত্রকর্ম আঁকেন প্রবীনশিল্পী আব্দুল মান্নান, তরুণশিল্পী তানিম ও শিশু চিত্রশিল্পীরা। আগত অতিথিদের জন্য মেলায় পরিবেশন করা হয় পানসুপারী ও কেকা ফেরদৌসীর রান্নাঘরের সৌজন্যে রবী ঠাকুরের প্রিয় খাবার। মেলার শেষভাগে নবাগত রবীন্দ্র সংগীতশিল্পী জয়ীতা ইমাম জয়ীর প্রথম একক এ্যালবাম ‘আমায় বাঁধবে যদি’র মোড়ক উন্মোচন হয়েছে। মোড়ক উন্মোচন করেন নারী উদ্যোক্তা কনা রেজা, ড. ফজলুল আলম, রেজওয়ানা চৌধুরী জন্যা, কবি আসাদ চৌধুরী ও সূবর্ণ কাজী। সিডিগুলো প্রকাশ করেছে ইমপ্রেস অডিও ভিশন লি.। মেলায় ছিলো ক্ষুদ্র ও কুঠিরশিল্পের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১৫টি স্টল। মেলা সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই।
রবীন্দ্রমেলা উপলক্ষে প্রতিবছর চ্যানেল আই রবীন্দ্র সঙ্গীতশিল্পী অথবা রবীন্দ্র গবেষণায় বিশেষ অবদানের জন্য একজন ব্যক্তিত্বকে আজীবন সম্মাননা প্রদান করে আসছে। ইতোপূর্বে ‘রবীন্দ্রমেলা’ আজীবন সম্মাননাপেয়েছেন কলিম শরাফী,অজিত রায়,রেজওয়ানা চৌধুরী বন্যা,ফাহমিদা খাতুন, ড. অনিসুজ্জামান, সাদী মহম্মদ এবং ড. আহমদ রফিক।