DoinikBarta_দৈনিকবার্তাGournadi Photo..

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৮ মে ২০১৫: গৌরনদী উপজেলার টরকী বন্দর বাসষ্ট্যান্ড এলাকা থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হওয়ার ৭ দিন অতিবাহিত হলেও সন্ধান মেলেনি এক সন্তানের জননী গৃহবধু শারমিন আক্তার। এ ঘটনায় গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।ডায়েরী সুত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের বাবুল সরদারের কন্যা শারমিন আক্তারের সাথে দুই বছর পূর্বে সামাজিক ভাবে বিয়ে হয় বাঙ্গিলা গ্রামের কাজী মোতালেবের পুত্র কাজী খোকনের সাথে। গৃহবধুর পিতা বাবুল সরদার জানান, গত ২ মে তার কন্যা শারমিন তার এক বছরের কন্যা সন্তান আয়শাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে তার বাড়িতে বেড়াতে আসে। পরের দিন ৩ মে সকাল ১১টার দিকে শারমিন তার কন্যাকে রেখে ডাক্তার দেখানোর জন্য টরকী বন্দর বাসষ্ট্যান্ডে আসে। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোজাখুজি করেন তার পরিবারবর্গ। এ ঘটনায় বাবুল সরদার বাদী হয়ে গতকাল গৌরনদী থানায় একটি সাদারন ডায়েরী করেছে। কাজী খোকন বলেন, ‘আমার স্ত্রীকে পাচারকারী চক্র অপহরন করে গুম করেছে। তাকে উদ্ধারের জন্য প্রমাসনের হস্তক্ষেপ কামনা করছি।’