দৈনিকবার্তা-ঢাকা, ০৮ মে ২০১৫: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি খালেদা জিয়ার গাড়িবহরে গাড়িচাপায় আহতদের পক্ষ হতে মামলা গ্রহণের জন্য পুলিশের প্রতি আহবান জানিয়েন। তিনি বলেন, আইন সকল নাগরিকের জন্য সমান অধিকার সংরক্ষণ করে।শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী ইউনাইটেড পার্টির এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।গণতন্ত্র ও দেশের আলেম সমাজের ভূমিকা শীর্ষক এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন, আওয়ামী লীগ নেতা ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এম এ করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতারুজ্জামান, মাওলানা তাজুল ইসলাম, আজিজুল হাসান এমরান, আবদুল মোমেন প্রমুখ। এতে সভাপতিত্ব করেন ইসলামী ইউনাইটেড পার্টির সভাপতি মাওলানা ইসমাইল হোসেন।
সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা ও প্রধানমন্ত্রীর ভাগ্নি টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যে লেবার পার্টির সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বলেন, একই দেশে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আজ ফেরারী আসামী। মহান আল্লাহতালার বিচার এইভাবেই হয়। আগামী দিনে এই দেশে সব নাশকতা ও জঙ্গিবাদের বিচার হবে উল্লেখ করে তিনি বলেন, বেগম জিয়া ও তার দল এবং যারা দিনের পর দিন হরতাল-অবরোধ ডেকে মানুষ পুড়িয়ে হত্যা করেছেন তাদের বিচার হতেই হবে। তিনি ভারতের সংসদে স্থল সীমান্ত চুক্তি বিল পাসকে বর্তমান সরকারের কূটনৈতিক সাফল্য বলে উল্লেখ করেন। তিনি বলেন, এজন্য বেগম জিয়া ভারতের সরকারকে ধন্যবাদ জানালেও সরকারের সফলতার কথা স্বীকার করলেন না।স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ইসলামে জঙ্গিবাদের স্থান নেই। ইসলাম শান্তির ধর্ম।খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী একটি জঙ্গি সংগঠন এবং স্বাধীনতাবিরোধী একটি দল। তারা ধর্ম ও ইসলামের নামে মানুষ হত্যা করে চলেছে। ইসলাম কখনোই এই কার্যক্রম সমর্থন করে না।