দৈনিকবার্তা-গাজীপুর, ০৭ মে: জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (পাস) এবং প্রথমবর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তির দ্বিতীয় মেধা তালিকার বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা ১০ মে প্রকাশ করা হবে।বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উক্ত মেধাতালিকা মোবাইলে এসএমএসর মাধ্যমে ওই দিন বিকেল ৪টা থেকে পাওয়া যাবে।এছাড়া রাত ৯টায় ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions, admissions.nu.edu.bd থেকে ফলাফল পাওয়া যাবে।
শিক্ষার মানোন্নয়নে কর্মশালা শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর সিরডাপ মিলনায়তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ও প্রতিষ্ঠানসমূহে শিক্ষার মানোন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত হবে।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি থাকবেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান।অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ।কর্মশালায় সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিষয় বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন।