1430861427

দৈনিকবার্তা-গাজীপুর, ৭ মে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ও ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমের ২য় মেধা তালিকার বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা ১০ মে (রবিবার) প্রকাশ করা হবে। উক্ত মেধাতালিকা ঝগঝ এর মাধ্যমে বিকেল ৪ টা থেকে যেকোন মোবাইল মেসেজ অপশনে গিয়ে- ১ম বর্ষ স্নাতক পাস এর জন্য ঘট<ংঢ়ধপব>অঞচঐ<ংঢ়ধপব>জড়ষষ ঘড়. এবং স্নাতক (সম্মান) প্রফেশনাল এর জন্য ঘট<ংঢ়ধপব>অঞউএ<ংঢ়ধপব>জড়ষষ ঘড় লিখে ১৬২২২ নম্বরে মেসেজ ঝবহফ করলে ফলাফল জানা যাবে এবং রাত ৯টায় ওয়েব সাইট (িি.িহঁ.বফঁ.নফ/ধফসরংংরড়হং অথবা ধফসরংংরড়হং.হঁ.বফঁ.নফ) থেকে ফলাফল পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।