দৈনিকবার্তা-ঢাকা, ৭ মে: সম্প্রতি অনুষ্ঠিত তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট ইউনূস আলী আকন্দ এ রিটটি দায়ের করেন।আগামী রোববার রিটটির শুনানি হতে পারে উল্লেখ করে ইউনূস আলী আকন্দ জানান,হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি চাওয়া হয়েছে। স্থানীয় সরকারসচিব, আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার, তিন সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাসহ সশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।
একইসঙ্গে সুষ্ঠু নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্বকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তাজানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়েছে রিটে।হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে নিয়ে তদন্ত কমিটি গঠন করার আবেদনও জানানো হয়েছে।স্থানীয় সরকার, আইন ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সচিব, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), তিন সিটি করপোরেশনের রিটার্নিং অফিসারসহ সংশ্লিষ্টদেরকে বিবাদী করা হয়েছে রিটে।
জানতে চাইলে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেন, নির্বাচন প্রসঙ্গে সংবিধানে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার কথা উল্লেখ আছে। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত তিন সিটির নির্বাচনে বিশৃঙ্খলা, অনিয়ম ও ভোট কারচুপি লক্ষ্য করা গেছে। তাই জনস্বার্থে আমি রিট আবেদনটি করেছি।বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এটি শুনানি হতে পারে বলে জানা গেছে।