দৈনিকবার্তা-ঢাকা, ০৭ মে: মেসি জাদুতে বায়ার্ন মিউনিখকে উড়িয়ে দিল বার্সেলোনা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগের লড়াইয়ে জার্মান জায়ান্টদের ৩-০ গোলে হারিয়েছে বার্সা। লিওনেল মেসির জোড়া গোল ও নেইমারের একমাত্র গোলে ফাইনালে এগিয়ে থাকলো কাতালানরা।বার্সার একের পর এক আক্রমণে সত্ত্বেও কোনো গোল ছাড়াই শেষ হয় ন্যু ক্যাম্পে প্রথমার্ধের জমজমাট লড়াই। ৭৭ মিনিট পর্যন্ত গোলশূণ্য থেকেও, কাতালানদের কাছ থেকে, শেষ পর্যন্ত তিন গোল হজম করেন ম্যানুয়েল নয়্যার।
মাত্র তিন মিনিটের মধ্যে, নয়্যারকে দুই গোল হজম করান লিওনেল মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোকে টপকে চ্যাম্পিয়ন্স লিগে এবারের আসরের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি।ম্যাচের শেষপ্রান্তে এসে স্কোরশিটে নাম লেখান নেইমারও। ৩-০ গোলের জয়ে বার্লিনের ফাইনাল প্রায় নিশ্চিত লুইস এনরিকের শিষ্যদের।ফাইনালে পাড়ি জমাতে, সেমির দ্বিতীয় লেগে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় অন্তত ৪-০ গোলে জিততে হবে বায়ার্নকে।