150-1428729628

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ মে: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর উদ্যোগে আগামী ০৮ ও ০৯ মে ২০১৫ প্রতিদিন সন্ধা ৬.৩০টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে আলোচনা, একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, দলীয় নৃত্য, আবৃত্তি ও নৃত্যনাট্যের মাধ্যমে দুইদিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে।০৮ মে ২০১৫ সন্ধ্যা ৬.৩০টায় একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. নূরুল আনোয়ার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করবে শিল্পী অনিমা রায়, নার্গিস চৌধুরী, সাইদা হোসেন পাপড়ী, শামা রহমান, সাজেদ আকবর, ফাহিম হোসেন চৌধুরী, সালমা আকবর, অনিরুদ্ধ সেন গুপ্ত, সেমন্তী মঞ্জরী, বুলবুল ইসলাম, ইলোরা আহমেদ, শুক্লা সরকার, তপন ভট্টাচার্য, সমবেত সঙ্গীত পরিবেশন করবে বাংলার মুখ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ মহানগর শাখা ও গীতাঞ্জলী সমবেত সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করবে শিল্পী হাসান ইমাম, কৃষ্টি হেফাজ, ডালিয়া আহমেদ, নায়লা তারান্নুম কাকলী আবৃত্তি, দলীয় নৃত্য তামান্না রহমানের পরিচালনায় নৃত্যম, দীপা খন্দকারের পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন, বেলায়েত হোসেন এর পরিচালনায় জাগোআর্ট সেন্টার এবং বেনজির সালাম এর পরিচালনায় নৃত্যছন্দ এবং কবিরুল ইসলাম রতন এর পরিচালনায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘শ্যামা’ পরিবেশন করবে নৃত্যালোক। নৃত্যনাট্যটিতে অভিনয় করবেন কবিরুল ইসলাম রতন, সাদিয়া ইসলাম মৌ ও নৃত্যালোকের শিল্পীবৃন্দ।