DoinikBarta_দৈনিকবার্তা  1430979906

দৈনিকবার্তা-ঢাকা, ০৭ মে: ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নবগঠিত জোট সরকারকে এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বিরোধী’ বলে উল্লেখ করেছে ফিলিস্তিন।সরকার গঠনের সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে নেতানিয়াহুর জোট গঠনের পর ফিলিস্তিনের প্রধান আলোচক সায়েব এরাকাত বৃহস্পতিবার এ মন্তব্য করেন।এর আগে নেতানিয়াহু নির্বাচনে জয়ী হওয়ার সাত সপ্তাহ পর সরকার গঠনের সময়সীমা শেষ হওয়ার মাত্র দ’ুঘন্টা আগে ডানপন্থী বায়িত ইয়াহুদি পার্টির সাথে জোট গড়ার কথা ঘোষণা করেন।পার্লামেন্টে প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে নেতানিয়াহুর বায়িত ইয়াহুদি পার্টির সমর্থন প্রয়োজন ছিল। নেতানিয়াহু ১৯৯৬ সালে প্রথম ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হন। এবার নিয়ে চতুর্থ দফায় তিনি দেশটিতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন।জোট গঠনের পর তিনি ১২০ সদস্য বিশিষ্ট নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেন। এ জোট আরো বাড়ানোর চেষ্টা করবেন বলে জানান নেতানিয়াহু।