Gournadi Photo 07-05-15

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৭ মে: বরিশালের গৌরনদীতে খতমে বুখারীর দরস ও দোয়ার অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।গতকাল সকালে গৌরনদী থানা সংলগ্ন জামিয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসায় শায়খুল হাদীস মাওঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত খতমে বুখারীর দরস ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদীর পৌর মেয়র মোঃ হারিছুর রহমান। মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খতমে বুখারীর দরস প্রদান করেন শায়খুল হাদীস মাওলানা আব্দুর রউফ।বক্তব্য রাখেন,শায়খুল হাদীস মাওলানা শাব্বির আহম্মেদ,জামিয়া রশিদিয়া এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম আলহাজ্ব কারী আব্দুল আজিজ, মাওলানা আব্দুল বাতেন নোমান।