শ্রমিক-অসুস্থ

দৈনিকবার্তা-ঝিনাইদহে, ৭ মে: আবারো ঝিনাইদহের কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৮ শিক্ষার্থী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। বুধবার দুপুর ১২ টার দিকে এক এক করে ৮ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এতে অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অসুস্থ্য শিক্ষার্থীদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী জানান, যথারীতি সকাল ৮টার পরে অ্যাসেম্বলী শেষে ছাত্রীরা শ্রেণী কক্ষে চলে যায়। কয়েকটি ক্লাস হওয়ার পর একে একে ৮ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ্য ছাত্রীরা হলো- সুমাইয়া (১৫), শিরিনা (১৫), লাবনী (১৬), মারিয়া (১৫), শান্তনা (১৬), সুমাইয়া (১২), তমা (১৪) ও লাবনী (১৬), শিউলি (১৫)। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটচাঁদপুর হাসপাতালের কর্তব্যরত ডাক্তার সুলতান আহম্মেদর বলেন হিস্টেরিয়া রোগে ছাত্রীরা অসুস্থ হয়ে পড়েছে। তবে ভয়ের কিছু নেই। দ্রুত তারা সুস্থ হয়ে যাবে। এঘটনার উপজেলা নির্বাহী কর্মকর্তা দেব প্রসাদ পাল ও শিক্ষা অফিসার মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে একই রোগে তাহিবা (১৫), রুমি (১৫), নাছরিন (১৫), নাফিয়া (১৩), নিশি (১৫), রিতু (১৩), তৃতি (১৬) অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়টি ছুটি ঘোষণা করা হয়।