জাতীয়

দৈনিকবার্তা-গাজীপুর, ৭ মে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ ও প্রতিষ্ঠানসমূহে শিক্ষার মানোন্নয়নে এক কর্মশালার আয়োজন করা হয়েছে। সিরডাপ মিলনায়তনে ৮ মে (শুক্রবার) বিকেলে অনুষ্ঠিতব্য ওই কর্মশালায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এম.পি প্রধান অতিথি হিসেবে এবং শিক্ষা সচিব মো. নজরুল ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর-রশিদ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। কর্মশালায় সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষ, দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, বিষয় বিশেষজ্ঞ, পত্রিকার সম্পাদক, স্টেকহোল্ডার ও অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।