icc_logo

দৈনিকবার্তা-ঢাকা, ৬ মে: সহযোগী দেশগুলোকে টেস্ট ক্রিকেট খেলার সুযোগ করে দিচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সহযোগী দেশগুলোর টেস্ট ক্রিকেট খেলার সুযোগ করে দেয়ার লক্ষ্যে প্রথম শ্রেণীর চার দিনের ম্যাচের আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপ ২০১৫-১৭ প্রথম রাউন্ডের সূচি ঘোষণা করেছে ক্রিকেটের বিশ্ব নির্বাহী সংস্থাটি।টুর্নামেন্টে অংশ গ্রহণকারী দেশগুলো হচ্ছে আফগানিস্তান, হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি (পিএনজি), স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে জয়ী দলটি টেস্ট র‌্যাংকিংয়ে সব চেয়ে নিচে থাকা দলের বিরুদ্ধে ২০১৮ সালে অনুষ্ঠেয় আইসিসি টেস্ট চ্যালেঞ্জ টুর্নামেন্টে খেলবে।

আইসিসি প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, এই টুর্নামেন্ট উঠতি দেশগুলোর টেস্ট ক্রিকেট খেলার স্বপ্ন পূরণের মঞ্চ হিসেবে কাজ করবে।এ টুর্নামেন্টের মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে মেধাবী দলগুলো নিজেদের যোগ্যতা প্রমাণেরও সুযোগ পাবে বলেও উল্লেখ করেন তিনি।বর্তমানে মাত্র ১০টি দল আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ের মধ্যে রয়েছে । সবার নিচে রয়েছে জিম্বাবুয়ে।