boduzaman

দৈনিকবার্তা-নরসিংদী, ৬ মে: দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুর্নীতির সুযোগ কমানো গেলেই দেশে দুর্নীতি হ্রাস পাবে। তিনি বলেন, ‘সংশ্লিষ্ট সকলকে সেবা প্রদানের প্রক্রিয়া সংস্কার, সকল অফিস আদালতে সিটিজেন চার্টার টানানো বাধ্যতামূলক করাসহ সেবা গ্রহিতাদের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করলে দুর্নীতি হ্রাস করা সহজ হবে।

দুদক চেয়ারম্যান বুধবার জেলা প্রশাসন সম্মেলন কক্ষে নরসিংদী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।নরসিংদী জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ ও গবেষণা) ড. শামসুল আরেফিন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন পুলিশ সুপার আমেনা বেগম, সিভিল সার্জন ডা. পুতুল রায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী এ.এস.এম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. কামাল হোসেন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রফেসর সূর্য্যকান্ত দাস,সাধারণ সম্পাদক বশিরুল ইসলাম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাখন দাস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাকাব্বির আহমেদ।

মো. বদিউজ্জামান বলেন, বর্তমানে কমিশন দেশের পাইলট স্কীমভূক্ত পাঁচটি জেলায় গণশুনানীর মাধ্যমে সরাসরি সাধারণ মানুুষের কথা শুনে বিভিন্ন দপ্তরের দুর্নীতি সম্পর্কে জানতে পারছে। পর্যায়ক্রমে দেশের সকল জেলায় গণশুনানীর আয়োজন করা হবে।এর আগে তিনি এন কে এম উচ্চ বিদ্যালয় এন্ড হোম্স প্রাঙ্গনে এক সমাবেশে শিক্ষার্থীদের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক শপথ বাক্য পাঠ করান।পরে তিনি জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যালয় পরিদর্শন করে নরসিংদী সার্কিট হাউজ মিলনায়তনে জেলা ও উপজেলা পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ কমিটি সমূহের সদস্য ও সততা সংঘের সদস্যদের সাথে মতবিনিময় করেন।