DoinikBarta_দৈনিকবার্তা jlzia01e_61788

দৈনিকবার্তা- ঢাকা, ০৬ মে: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোলবোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বুধবার সন্ধ্যায় ডিবির উপপরিদর্শক (এসআই)বশির আহমেদ ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে চার্জশিট দাখিল করেন।গত২৩ জানুয়ারি যাত্রাবাড়ীতে গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোলবোমা হামলায় ৩১ জন দগ্ধ হন। পরে হাসপাতালে ১ জনের মৃত্যু হয়। ঘটনার দুইদিন পর যাত্রাবাড়ি থানার এসআই কে এম নুরুজ্জামান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হুকুমের আসামি করে মামলা করেছে পুলিশ। খালেদা জিয়াকে চার্জশিটে প্রধান আসামি করা হয়েছে।

গত ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা ছোড়া হলে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হলে ১ ফেব্র“য়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান নূর আলম (৬০) নামক এক বৃদ্ধ যাত্রী।এ ঘটনায় ২৪ জানুয়ারি বিকেলে খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন থানার উপ পরিদর্শক কে এম নুরুজ্জামান। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫/২৫(ঘ) ধারায় দায়ের করা মামলায় পেট্রোল বোমা নিক্ষেপের পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।এ মামলায় সোহাগ ও লিটন নামে দু’জনকে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। তারা গত ১৯ ফেব্রুয়ারি নিজেদের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে কারা কারা জড়িত, পরিকল্পনাকারী ও নির্দেশদাতা তার বিস্তারিত বর্ণনা দেন বলে পুলিশ সূত্র জানিয়েছে।