23B24E1A00000578-2859734-image-m-77_1417641020638

দৈনিকবার্তা-দুবাই, ৫ মে, ২০১৫ : গত বছর ১ কোটি ৩০ লাখেরও বেশি পর্যটক দুবাই সফর করেছে। সোমবার সরকারি এক হিসাবে এই তথ্য প্রকাশিত হয়। এতে দেখা গেছে আমিরাতে পর্যটন খাতে উল্লেখযোগ্য আয় বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালে ১ কোটি ৩২ লাখ বিদেশি পর্যটক সফর করেছে। তার আগের বছরের তুলনায় এই সফরের হার আট দশমিক দুই শতাংশ বেশি।

এতে আশা প্রকাশ করা হয়, ২০২০ সালে ২ কোটি পর্যটক দুবাই পরিদর্শন করবে। মার্চ মাসে প্রকাশিত এক সরকারি হিসেবে দেখা গেছে, আমিরাতের হোটেলগুলোতে নয় দশমিক আট শতাংশ আয় বৃদ্ধি পেয়েছে। এতে দেখা গেছে গত বছর সাড়ে ছয় কোটি মার্কিন ডলার (পাঁচ দশমিক আট বিালয়ন ইউরো) আয় হয়েছে। ২০০৯ সালের পর এই খাতে এ আয় ছিল সর্বাধিক। মধ্যপ্রাচ্যে বিভিন্ন সংকটে ঐতিহ্যবাহি পর্যটন শিল্প ক্ষতির সম্মুখীন হলেও দুবাই পর্যটন ও বাণিজ্যে খ্যাতি ধরে রেখেছে। ২০০৯ সালে বিশ্বব্যাপী আর্থিক সংকটের সময় দুবাই ক্ষতিগ্রস্ত হলে আবুধাবির কাছ থেকে এক হাজার কোটি মার্কিন ডলার ঋণ গ্রহণ করে।