এবার ক্রিকেটে প্রাণ গেল বাংলাদেশি তরুণের
দৈনিকবার্তা-ঢাকা, ০৪ মে: অস্ট্রেলিয়ার ফিল হিউজ, পাকিস্তানের জিসান মোহাম্মেদ এরপর পশ্চিবঙ্গের অঙ্কিত রাজ কেশরীর মৃত্যুক্ষত না শুকাতেই ক্রিকেট এবার আরিফুল ইসলাম (২০) নামে এক বাংলাদেশি যুবকের প্রাণ কেড়ে নিল। ক্রিকেটে মৃত্যুর মিছিল যেন থামছেই না। তবে আরিফের মৃত্যু খেলতে খেলতে হয়নি বরং তার মৃত্যু হয়েছে ক্রিকেট খেলা চলাকালীন সময়ে রান লেখার গড়মিলের ফলে সৃষ্ট সংঘর্ষের কারণে।
রোববার ভোর ৫টার দিকে রংপুরের প্রাইম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আরিফুল ইসলাম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোমিনপুর ইউপির গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের নবাব আলীর ছেলে।পার্বতীপুর থানার এসআই রেজাউল ইসলাম জানান, শনিবার বিকেলে গোবিন্দপুর বাইতুল আমান ফাজিল মাদরাসা মাঠ এলাকার একদল ছেলে ক্রিকেট খেলে। খেলার এক পর্যায়ে রান লেখার গড়মিলের কারণে খেলোয়ারদের দু’পক্ষের তর্ক-বিতর্ক শুরু হয়। এসময় প্রতিপক্ষের ক্রিকেট ব্যাট দিয়ে আরিফুলের মাথায় সজোরে আঘাত করে। এতে আরিফুল গুরুতর জখম হয়। এসময় অন্যরা দ্রুত আরিফুলকে স্থানীয় ল্যাম্ব হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে তাকে রংপুরে প্রেরণ করা হয়।
রেজাউল করিম আরো জানান, পুলিশ এ ঘটনায় পার্বতীপুরের গোবিন্দপুর দোলাপাড়া গ্রামের শাহিনুর ইসলামের ছেলে আকরাম আলীকে (১৬) আটক করেছে।