দৈনিকবার্তা-সিউল, ৪ মে ২০১৫: উত্তর কোরীয় নেতা কিম জং উন মহাকাশে তাদের শক্তি বাড়াতে আরো স্যাটেলাইট উৎক্ষেপণের অঙ্গীকার করেছেন। দেশটির সরকারি সংবাদমাধ্যম রোববার এ কথা জানায়। নবনির্মিত স্যাটেলাইট কমান্ড সেন্টার পরিদর্শনকালে কিম মহাকাশ শক্তিধর দেশ হিসেবে উত্তর কোরিয়ার গৌরব আরো বাড়াতে কঠোর পরিশ্রমের জন্য বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানান। উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচি নিয়ে বৈশ্বিক নিন্দা সত্ত্বেও কিম এ আহ্বান জানান।
কিমের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ বলছে, স্যাটেলাইট উৎপাদনকারী ও উৎক্ষেপণকারী দেশ হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান এখনও অপরিবর্তিত। পিয়ংইয়ং কখনই তার মহাকাশ কর্মসূচি থেকে সরে আসবে না। কে কি বিরোধিতা করলো তাতে কিছুই যায় আসে না। তিনি আরো বলেন, উত্তর কোরিয়া মহাকাশে আরো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করবে। এটি পিয়ংইয়ংয়ের বৈধ অধিকার। পরমাণু শক্তিধর উত্তর কোরিয়া ২০১২ সালের ডিসেম্বরে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে। দেশটি একে শান্তিপূর্ণ বৈজ্ঞানিক প্রকল্প হিসেবে বর্ণনা করেছে। কিন্তু জাতিসংঘ এর নিন্দা করে বলেছে, এর আড়ালে তারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে। উল্লেখ্য জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী দেশটির ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে নিষেধাজ্ঞা রয়েছে।