দৈনিকবার্তা-ঢাকা, ০৪ মে: মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান মটোরোলা তাদের মটো ৩৬০ স্মার্টওয়াচের দাম কমিয়েছে। মাত্র ১৫ হাজার ৯২৩ টাকায় পাওয়া যাচ্ছে এটি। ডিভাইসটির আগের দাম ছিল ২২ হাজার টাকা। স্টক থাকা পর্যন্ত মটোরোলা এই দামে তাদের স্মার্টওয়াচ বিক্রি করবে।
মটো ৩৬০ স্মার্টওয়াচ অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে ১.৫৬ ইঞ্চির ব্যাকলিট এলসিডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ৩২০ গুণন ২৯০ পিক্সেল। এটি ডার্ক এবং লাইট স্টেইনলেস স্টিলের কেসে পাওয়া যাচ্ছে। এছাড়া ধূসর ও কালো রঙের চামড়ার বেল্টেও স্মার্টওয়াচটি পাওয়া যাবে।
স্মার্টওয়াচটিতে ৩২০ মিলিঅ্যাম্পায়ারের ব্যাটারি রয়েছে। ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জ হলে পুরো একদিন চলে। এটিতে টেক্সাস ইনস্টুমেন্ট ওম্যাপ ৩ প্রসেসর রয়েছে। এতে আরও আছে ৫১২ মেগাবাইট র্যাম, ৪ জিবি ইন্টারন্যাল মেমেরি স্টোরেজ।
মটো ৩৬০ স্মার্টওয়াচটি অ্যানড্রয়েড ৪.৩ ও অ্যাপডেট ভার্সন সমর্থন করে। এতে ভয়েস কমান্ড এবং ব্লুটুথ৪.০ রয়েছে। এটির ওজন মাত্র ৪৯ গ্রাম। আয়তনে ৪৬ ডায়ামিটার এবং প্রস্থ ১১.৫ মিলিমিটার। ২০১৪ সালে ভারতের বাজারে মটো ৩৬০ বিক্রি শুরু হয়। এটি বাংলাদেশেও পাওয়া যাচ্ছে।