দৈনিকবার্তা-ঢাকা, ৩ মে: ফরাসী উপকূলরক্ষীরা ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে দ্ইু শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে। লিবীয় উপকূল ছেড়ে আসা নৌযানটি দোদুল্যমান অবস্থা থেকে গত শনিবার উদ্ধার করা হয়।উদ্ধারকৃত অভিবাসীর সংখ্যা ২১৭। বিগত বহুবারের মতো এবারও একটি ছোটো নৌকায় তাদের সবাইকে তুলে দেয়া হয়েছিল। ধৃততের মধ্যে দুই জন সম্ভাব্য মানব পাচারকারী রয়েছে বলে জানা গেছে।
জলপথে আগমনকারী অভিবাসীদের মৃত্যুর হাত থেকে উদ্ধার করা এবং তাদের অবৈধ প্রবেশ রহিত করার জন্যে ইউরোপীয় ইউনিয়ন একটি বিশেষ প্রকল্প তৈরি করেছে, যার নাম ট্রাইটন। ট্রাইটনের অধীনে ইউরোপীয় সাগর-সীমান্তবর্তী দেশগুলো একজোট হয়ে কাজ করে থাকে।জানা যায় রোমের একটি দলের সংকেত পেয়ে ফরাসী সমুদ্রউপকূলরক্ষীদের একটি দল অভিযান চালিয়ে লিবিয়া থেকে আগত এ দলটিকে উদ্ধার করে।ফরাসী উপকূলরক্ষীরা ধৃত ব্যক্তিদের ইতালীয় দলের কাছে হস্তান্তর করেছে।