দৈনিকবার্তা-ঢাকা, ৩ মে: পরিবেশ বিজ্ঞান বিভাগের সাথে ভবন বরাদ্দের দ্বন্দে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জনিয়রিং বিভাগ এবং ভুতাত্তিক বিজ্ঞান বিভাগের অনশনরত ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
ভুতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অনশনরত শিক্ষার্থীরা হলেন-রিয়াদ,ফারহানা, ফাত্তাহুন,আফরোজা, মাহবুবাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। তবে কম্পিউটার বিজ্ঞান বিভাগের অনশনরত শিক্ষার্থী অদিতি ও মাহবুব গুরুতর অসুস্থ হলে তাদেরকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডা. রেজোয়ান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অনশনরত শিক্ষার্থীদের মেডিকেল চেকআপ করতে গিয়েছিলাম। সেখানে কম্পিউটার বিজ্ঞান বিভাগের অনশনরত এক ছাত্রকে আমাদের মেডিকেলে নেয়া হয়। পরে কর্তবরত চিকিৎসক ডা. রহমান তাকে এনামে স্থানান্তর করেছেন।উল্লেখ্য, ভুতাত্তিক বিজ্ঞান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভবনের তিনতলা পরিবেশ বিজ্ঞান বিভাগকে সিন্ডিকেটে বরাদ্দ দেয়ার প্রতিবাদে শুক্রবার থেকে আমরণ অনশন করছে কম্পিউটার বিজ্ঞান বিভাগ এবং শনিবার সকাল থেকে অনশন করছে ভুতাত্তিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। এ ঘটনায় দুই বিভাগের ২৫ শিক্ষক পদত্যাগও করেছেন।