1430657093

দৈনিকবার্তা-ঢাকা, ৩ মে:  নেপালের ভূমিকম্প দুর্গতদের জন্য পাঠানো ত্রাণসামগ্রী দেশটির বিমানবন্দরের শুল্ক বিভাগে আটকে যাচ্ছে বলে অভিযোগ করেছে জাতিসংঘ। এতে দুর্গত আঞ্চলে ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে। জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান ভ্যালেরি আমোস শনিবার বিসিসিকে বলেছেন, ‘ভূমিকম্পের এক সপ্তাহ পরেও হাজারো মানুষ ত্রাণের অপেক্ষায় অথচ কাঠমান্ডু বিমানবন্দরে ত্রাণের স্তূপ জমছে ছাড়ের অপেক্ষায়।এদিকে নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা রামেশ্বর দাঙ্গাল বলেছেন,‘দুর্গম এলাকায় এখনও হাজারো মানুষ ত্রাণের অপেক্ষায় আছে, এদের অনেককেই জরুরি ভিত্তিতে সরিয়ে আনা দরকার। নেপালের পুলিশ গত সপ্তাহের প্রলয়ংকরী ভূমিকম্পের পর দেশটির জনপ্রিয় লাংটাং পর্বতারোহন এলাকা থেকে ৬ বিদেশীসহ ৫০ জনের বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করেছে। একজন সিনিয়র ¯’ানীয় কর্মকর্তা রোববার এ কথা জানান।গত ২৫ এপ্রিল সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পের পর লাংটাং অঞ্চলে এখনো আরো একশ’ পর্যটক নিখোঁজ রয়েছেন বলে আশংকা করা হচ্ছে।

রাসুলা জেলার প্রধান কর্মকর্তা উদ্দভ প্রসাদ ভট্টরাই বলেন, এসব মৃতদেহ গত কয়েক দিনে বিভিন্ন স্থানে পাওয়া গেছে। কিছু মৃতদেহ ধ্বংসস্তূপে চাপা পড়া অবস্থায় পাওয়া গেছে।ভট্টরাই বলেন, ‘আমরা এ পর্যন্ত লাংটাং এলাকা থেকে ৫১টি মৃতদেহ খুঁজে বের করেছি। এর মধ্যে ছয়টি পর্যটকের। আমাদের অনুমান এ এলাকায় এখনো আরো শ’খানেক পর্যটক নিখোঁজ রয়েছেন।তিনি বলেন, আমাদের অগ্রাধিকার ছিলো জীবিতদের উদ্ধার করা। আমরা সাড়ে তিনশ’র বেশি লোককে উদ্ধার করেছি। এদের অর্ধেকই পর্যটক বা তাদের গাইড।তিনি এএফপিকে বলেন,‘আমাদের বিশ্বাস, আমরা এখন অধিকাংশ জীবিতদের উদ্ধার করতে পেরেছি। এখন আমরা মৃতদেহ উদ্ধারে মনোযোগী হবো।পর্যটন বিভাগের প্রধান তুলসী গৌতম রোববার বলেন, এ পর্যন্ত সারাদেশে ৫৪ জন বিদেশীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।ইউরোপীয় কূটনীতিকরা শুক্রবার বলেছেন, সেখানে এখনো হাজারখানেক ইউরোপীয়ের খোঁজ পাওয়া যায়নি। এরা নিরাপদে আছেন বলে মনে করা হলেও তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

নেপালে সংঘটিত ভূমিকম্পে এ পর্যন্ত ৭ হাজারেরও বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ভূমিকম্পের এক সপ্তাহ পর আর কাউকে জীবিত উদ্ধার সম্ভব নয় বলে ঘোষণা করেছে নেপালের প্রশাসন। রোববার ন্যাশনাল এমারজেন্সি অপারেশন সেন্টারের এক কর্মকর্তা একথা বলেছেন।সেন্টারের ওই কর্মকর্তা বলেন, রিখটার স্কেলে ৭.৮ তীব্রতার ওই শক্তিশালী ভূমিকম্পে ১৪ হাজারেরওবেশি লোক আহত হয়েছে। ভূমিকম্পটি গত ২৫ এপ্রিল নেপালে আঘাত হানে। ওই কর্মকর্তা বলেন, মৃতের এ সংখ্যা আরো বাড়তে পারে।কর্মকর্তারা আরো বলেন, ভূমিকম্পের আঘাতে প্রতিবেশী ভারত ও চীনেও শতাধিক লোকের প্রাণহানি ঘটে।সেখানে ধ্বংসস্তূপের ভেতরে আর কোন লোকের বেঁচে থাকার সম্ভাবনা না থাকায় এখন ত্রাণ প্রচেষ্টার ওপর বেশি নজর দেয়া হচ্ছে।