DoinikBarta_দৈনিকবার্তা ershad (3)

দৈনিকবার্তা-রংপুর, ০৩ মে: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন,ঢাকা এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে কিনা তা দেশি-বিদেশি পর্যবেক্ষকরাই বলবেন।তিনি বলেন, নির্বাচনে বিএনপি তাদের প্রার্থীদের পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচন থেকে সরে গেছে।বর্জন না করলে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হতে পারতো।রোববার সকালে চারদিনের সফরে এসে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরশাদ এ কথা বলেন।এরশাদ বলেন, সিটি নির্বাচনে কোন কোন ভোটকেন্দ্রে কারচুপিসহ অনাকাঙিখত যেসব ঘটনা ঘটেছে তা না ঘটলে ভালো হতো। বিএনপি প্রসঙ্গে তিনি বলেন, তারা হয়তো আশংকা করেছিলো নির্বাচনে জয়ী হতে পারবে না। কিন্তু তারা বর্জন সত্বেও ৩ লাখের বেশী ভোট পেয়েছে।শেষ পর্যন্ত নির্বাচনে থাকলে হয়তো তাদের প্রার্থীরা জয়ী হতে পারতো বলে তিনি মন্তব্য করেন।

এরশাদ বলেন, বিএনপি ৯০ দিন আন্দোলন করে মানুষকে কষ্ট দিয়েছে। নষ্ট হয়েছে কৃষকের ক্ষেতের ফসল। নিজেদের দুর্বলতা বুঝতে পেরে তারা আন্দোলন থেকে সরে গেছেন।বিএনপির প্রতি দেশের মানুষের আস্থা নেই। মানুষ এখন শান্তি চায় বলে বিএনপির অন্যায় আন্দোলনে শরিক হয়নি।তিনি বলেন, দেশের একমাত্র বিরোধী দল হিসেবে জাতীয় পার্টিকে দেখতে চায় দেশের মানুষ। সে জন্য তৃণমূল পর্যায় থেকে জাতীয় পার্টিকে সাজানো হচ্ছে।সিটি নির্বাচন বয়কট না করলে বিএনপি সমর্থিত প্রার্থীরা জয়ী হতে পারতো বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।এরশাদ বলেন, সিটি করপোরেশন নির্বাচনে ভোট কারচুপির ঘটনাসহ যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা না ঘটলে ভাল হতো।

বিএনপির সিটি নির্বাচন বয়কট করার ব্যাপারে তিনি বলেন, তারা আশঙ্কা করেছিলো নির্বাচনে জয়ী হতে পারবেনা। কিন্তু ভোট বর্জন করার পরেও তারা তিন লাখের বেশি ভোট পেয়েছে।এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়কপথে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছান তিনি। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।এ সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা এরশাদের ছোট ভাই জিএমর কাদের, জেলা জাপার আহবায়ক মোফাজ্জল হোসেন মাষ্টার সদস্য সচিব মকবুল হোসেন শাহরিয়ার ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।