Jhenidah killed arrest Photo
দৈনিকবার্তা-ঝিনাইদহ, ৩ মে:  ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ চিনি কল মোচিক’র গ্যারেজ মেকানিক রফিউদ্দীন ওরফে রবিউল (৫০) এর নিখোঁজের ১ মাস ১৭ দিন পর লাশের সন্ধান পাওয়া গেছে। তার স্ত্রী ফাতেমা বেগম তাকে হত্যা করে মিলের ই-টাইপ ১নং বিল্ডিং কোয়ার্টারের সামনে একটি গোয়াল ঘরে লাশ পুতে রেখে সেখানে প্লাস্টার করে দেয়। এ ঘটনার পুলিশ রফিউদ্দীনের স্ত্রী ফাতেমা ও মিলের ফায়ারম্যান আনিস নামের দু’জনকে আটক করেছে। নিহতের মেজ ভাই বাবর আলী জানায়, রফিউদ্দীন নিখোঁজের ঘটনায় মিল কর্তৃপক্ষ থানায় একটি জিডি করে। পুলিশ ডিজির সূত্র ধরে, গত কয়েকদিন যাবৎ রফিউদ্দীনের স্ত্রী ফাতেমাকে তার স্বামী নিখোঁজের বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। সে সময়ে তার কথাবার্তায় অসংলগ্নতা পাওয়া যায়। এরপর ফাতেমা কালীগঞ্জ থেকে মাগুরায় বাবার বাড়ীতে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে শনিবার (২ মে) রাতে আটক করে। নিহত রফিউদ্দিন ওরফের রবিউল মাগুরা জেলার বারইপাড়া গ্রামের মৃত তাজ উদ্দিনের ছেলে।

Jhenidah killed Photo 3-5-15 (1)

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ফাতেমা তার স্বামীকে হত্যার কথা স্বীকার করেছে। তার তথ্য দেয়া মতে মিলের কোয়ার্টারের ওই বিল্ডিংয়ের সামনের একটি গোলায় ঘরে মধ্যে রফিউদ্দীনের লাশ পুতে রেখে তার উপর প্লাস্টার করা হয়েছে। তাকে সাথে নিয়ে সেখান থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।