.

Gold biscuits lie on a table before smelting at manufacturing unit of 'Tanishq', the Indian jewellery retailer from Titan Industries at Hosur in Tamil Nadu situated about 70 kms from the South India city of Bangalore, 07 May 2008. The ultra-modern, large-scale manufacturing unit in Hosur, Tamil Nadu was set up at a cost of Rs 600 million in 1994. The unit has facilities like refining, alloying and stone casting and a dust-extraction system that kept gold losses down to 2 per cent of the raw material while local jewellers typically lost 8-10 per cent. The plant had the capacity to manufacture four tonnes of gold in a year. Titan launched these products under the brand name of Tanishq, in 1995. The name Tanishq, a blend of two words, 'tan' (body) and 'ishq' (love). Hindus celebrate 8th May as Akshaya Tritiya day, south India's biggest gold buying festival, jewellers are expecting a whopping 35-40 per cent growth in sales over last year's all India sales of close to 780 tonnes. Industry experts attribute it to increasing popularity of the festival among the people and rising disposable incomes. Gold prices which have fallen after hitting an all time high in March is also expected to boost demand for the yellow metal. Prices have corrected by as much as 20 per cent since March 2008 when it had hit a level of Rs 13,495 per 10 gm. In the local market, gold is selling at about Rs 11,000 per 10 gm and further price corrections are expected in the near future.  EPA/MANJUNATH KIRAN

দৈনিকবার্তা-চট্টগ্রাম, ৩ মে: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৪০টি সোনার বারসহ বাংলাদেশ বিমানের দুই কর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।আটক বেলাল হোসেন ও শেখ কামাল বাংলাদেশ বিমানের অস্থায়ী পদে ‘ট্রাফিক হেলপার হিসাবে কাজ করে আসছিলেন। তাদের কাছে যে সোনা পাওয়া গেছে তার ওজন ৪ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা বলে বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার মো. নূর-ই-আলম জানান।তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে বিমানের একটি ফ্লাইট শাহ আমানতে অবতরণের পর ব্যাগেজ হ্যান্ডলিং এরিয়া’ থেকে দুটি সিগারেটের বাক্স হাতে বেলাল ও কামালকে বেরিয়ে আসতে দেখা যায়। তাদের কাছে বাংলাদেশ বিমানের পরিচয়পত্র এবং সিভিল এভিয়েশনের পাসও ছিল।তারা বক্স দুটি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাদের ধাওয়া করে ধরে ফেলেন। বাংলাদেশ বিমানের চট্টগ্রাম বিমানবন্দর শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সেলিনা আক্তার বলেন, ওই দুইজন অস্থায়ী পদে চাকরি করে। বিমানবন্দরের ব্যবস্থাপক বিষয়টি আমাকে জানিয়েছেন। তদন্তে অপরাধী প্রমাণিত হলে তাদের শাস্তি পেতে হবে।গতবছর মার্চে বিমানবন্দরের দুই পরিচ্ছন্নতাকর্মীকে ৩০টি সোনার বারসহ আটক করেছিলেন শুল্ক গোয়েন্দারা।গত কয়েক বছর ধরে ঢাকার মতো চট্টগ্রামেও বিমানবন্দর দিয়ে পাচারের সময় সোনার চালান আটকের ঘটনা ঘটছে।বিমানবন্দর ও বিমানের অস্থায়ী কর্মচারীদের সহায়তায় চোরাই সোনা বাইরে নেওয়া হয় বলে শুল্ক গোয়েন্দাদের আগে থেকেই সন্দেহ করে আসছিলেন।