.
দৈনিকবার্তা-চট্টগ্রাম, ৩ মে: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে ৪০টি সোনার বারসহ বাংলাদেশ বিমানের দুই কর্মীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।আটক বেলাল হোসেন ও শেখ কামাল বাংলাদেশ বিমানের অস্থায়ী পদে ‘ট্রাফিক হেলপার হিসাবে কাজ করে আসছিলেন। তাদের কাছে যে সোনা পাওয়া গেছে তার ওজন ৪ দশমিক ৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা বলে বিমান বন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার মো. নূর-ই-আলম জানান।তিনি জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে দুবাই থেকে বিমানের একটি ফ্লাইট শাহ আমানতে অবতরণের পর ব্যাগেজ হ্যান্ডলিং এরিয়া’ থেকে দুটি সিগারেটের বাক্স হাতে বেলাল ও কামালকে বেরিয়ে আসতে দেখা যায়। তাদের কাছে বাংলাদেশ বিমানের পরিচয়পত্র এবং সিভিল এভিয়েশনের পাসও ছিল।তারা বক্স দুটি নিয়ে বেরিয়ে যাওয়ার সময় শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা তাদের ধাওয়া করে ধরে ফেলেন। বাংলাদেশ বিমানের চট্টগ্রাম বিমানবন্দর শাখার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সেলিনা আক্তার বলেন, ওই দুইজন অস্থায়ী পদে চাকরি করে। বিমানবন্দরের ব্যবস্থাপক বিষয়টি আমাকে জানিয়েছেন। তদন্তে অপরাধী প্রমাণিত হলে তাদের শাস্তি পেতে হবে।গতবছর মার্চে বিমানবন্দরের দুই পরিচ্ছন্নতাকর্মীকে ৩০টি সোনার বারসহ আটক করেছিলেন শুল্ক গোয়েন্দারা।গত কয়েক বছর ধরে ঢাকার মতো চট্টগ্রামেও বিমানবন্দর দিয়ে পাচারের সময় সোনার চালান আটকের ঘটনা ঘটছে।বিমানবন্দর ও বিমানের অস্থায়ী কর্মচারীদের সহায়তায় চোরাই সোনা বাইরে নেওয়া হয় বলে শুল্ক গোয়েন্দাদের আগে থেকেই সন্দেহ করে আসছিলেন।