image_217564.barisal_54681

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ৩ মে: বরিশালের আগৈলঝাড়ায় নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এক নব জাতকের মৃত্যুসহ অন্তত ১০ জন শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও বহিঃবিভাগে চিকিৎসা নিয়েছে আরও অন্তত ১০ জন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২৫ এপ্রিল থেকে গতকাল রবিবার পর্যন্ত উপজেলার কালুপাড়া গ্রামের নুরুল ইসলামের ৫ মাসের ছেলে আবু বকর, কার্তিক দাসের এক মাসের ছেলে বিজয়, উত্তর শিহিপাশার রাজ্জাক ঘরামীর দুই মাসের ছেলে আবির, পূর্ব সুজনকাঠি গ্রামের মানিক মোল্লার আড়াই মাসের ছেলে অলি মোল্লা, সুখ রঞ্জন রায়ের দুই মাসের ছেলে অধরা, রাজিহার গ্রামের উত্তম সরকারের এক মাসের ছেলে তুর্য সরকার, আনোয়ার হোসেনর দুই মাসের ছেলে আরাফাত, উজিরপুরের কুড়–লিয়া গ্রামের সভ্য রায়ের ৫ বছরের মেয়ে চৈতি রায় নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভতি হলেও পয়সা গ্রামের বাবুল শেখের তিন দিনের নবজাতক শিশু পুত্র নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রবিবার সকালে মারা গেছে।

ইউএইচএফপিও ডা. সেলিম মিয়া বলেন, আবহাওয়া পরিবর্তন জনিত কারণ বিশেষ করে গরমের পর ঠান্ডা ও পরিবারের অসচেতনতার কারনেই শিশুরা নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছে। সচেতন পরিবার সদস্যরা শিশুর সমস্যা হলেই ডাক্তারের কাছে নিয়ে যায়, অসচেতনরা শিশুদের না নেয়ায় তাদের মারাত্মক আকার ধারণ করায় হাসপাতালে ভর্তি করতে হয়।