দৈনিকবার্তা-লক্ষ্মীপুর, ২ মে: দুর্নীতি দমন কমিশনের (দুদক)চেয়ারম্যান মো.বদিউজ্জামান বলেছেন, রাজনৈতিক অঙ্গীকারের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করতে হবে।শনিবার দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।দুর্নীতি দূর করতে তরুণদের এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক নেতাকর্মীসহ সমাজের প্রত্যেক শ্রেণি- পেশার মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বদিউজ্জামান বলেন, জেলা পর্যায়ে উপজেলা ভূমি অফিস, শিক্ষা ও স্বাস্থ্য সেবায় দুর্নীতি বৃদ্ধি পেয়েছে, এ দুর্নীতি কমানোর জন্য জেলা পর্যায়ে ৫টি জেলাকে নিয়ে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় ৩টি বিভাগের অভিযোগ গুলো গণশুনানির মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা হবে। পাইলট প্রকল্পের জেলা গুলো হলো-কুমিল্লা, ময়মনসিংহ, রংপুর, গোপালগঞ্জ ও মাদারীপুর।
লক্ষ্মীপুর জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবের হোসেন এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান বদিউজ্জামান, বিশেষ অতিথি ছিলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রশাসক শামছুল ইসলাম, নোয়াখালী জেলা দুদকের উপ-পরিচালক নিরাপদ স্বর্ণকার, লক্ষ্মীপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক খলিলুর রহমান চৌধুরী, বিএমএ লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, দুর্নীতি প্রতিরোধ জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রিয়াজ প্রমূখ। অনুষ্ঠানে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।