DoinikBarta_দৈনিকবার্তা obaidul-kader-mp-05.04.15

দৈনিকবার্তা-যশোর, ০২ মে: সড়ক যোগাযোগা ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন-আন্দোলন ও নির্বাচনে বিজয় অর্জন করতে না পেরে বিএনপি এখন দেশে-বিদেশে নালিশের রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, যে দলের আন্দোলনে কর্মী থাকেনা, নির্বাচনে এজেন্ট পায়না সিটি কর্পোরেশন নির্বাচনে হেরে তারা কর্মসূচি দেবে কী করে ? এ জন্য সিটি কর্পোরেশন নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেও বিএনপি কোন কর্মসূচি দিতে পারেনি। তার পরিবের্ত তারা দেশে-বিদেশে নালিশ করার নতুন ধারার রাজনীতি শুরু করেছে। তিনি শনিবার সকালে যশোর উপ-শহর ‘বাবলাতলা এলাকায় সেতু’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

সদ্য সমাপ্ত সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির বর্জন ও কারচুপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নির্বাচনে কারচুপি হলে বিএনপি এতো ভোট পেল কি করে ? তিনি চট্টগ্রামে বিএনপি প্রার্থী মঞ্জুর আলমের প্রাপ্ত ভোটের কথা উল্লেখ করে বলেন, তিনিতো ২ ঘন্টা ভোটে ছিলেন তাতেই তিনি যে ভোট পেয়েছেন তাহলে ৪ টা পর্যন্ত থাকলে হয়তো অন্যরকম ফলাফলও হতে পারতো। কিন্তু তারা সেটা না করেই ভোট বর্জন করে এখন কারচুপির অভিযোগ করছেন।মন্ত্রী অর্থমন্ত্রীর সাথে একমত পোষণ করে বলেন, এই মুহুর্তে নতুন রাস্তা না করে আমাদের পুরনো যে রাস্তাগুলো আছে সেগুলো ঠিকমত রক্ষনাবেক্ষণ করতে পারলেই জনগন উপকৃত হবে। এ ছাড়া পদ্মাসেতুর সাথে সংযুক্ত সকল সড়ক পর্যায়ক্রমে ফোরলেনে উন্নীত করা হবে বলেও তিনি জানান।সেতু উদ্বোধনকালে সড়ক ও জনপথ বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যশোর-ঝিনাইদহ সড়কের যশোর উপশহর এলাকায় ভৈরব নদের উপর ৪ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে সড়ক ও জনপথ বিভাগ ৩০ মিটার দৈর্ঘের এ সেতুটি নির্মাণ করা হয়।