govt_fall_by_february_13

দৈনিকবার্তা-ঢাকা, ২ মে: ২৮এপ্রিল অনুষ্ঠিতব্য প্রশ্নবিদ্ধ সিটি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারেঅধীনে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নালআবেদীন।শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত প্রহসনের নির্বাচন ভোট কেন্দ্র দখল,ভোটারদের উপর হামলা, আজ্ঞাবহ নির্বাচন কমিশনারের পদত্যাগ এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ সকল রাজবন্ধীর মুক্তির দাবি শীর্ষক মানববন্ধনে তিনি এ দাবি করেন।

শেখ হাসিনার প্রতি হুঁশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, আপনি রাজনীতিকে যেখানে নিয়ে যাচ্ছেন, বাংলাদেশের বিশ কোটি মানুষ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়বে। তাই অবিলম্বে সিটি নির্বাচন বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।তিনি বলেন, আপনি নিজেকে গণতন্ত্রের নেত্রী দাবি করেন। মানুষকে অগণতান্ত্রীক রাজনীতির দিকে ঠেলে দিবেন না। তাই আপনি নির্বাচন কমিশনকে নির্দেশ দিন। যেন সিটি নির্বাচনে কারচুপির মাধ্যমে জয়ী প্রার্থীদের প্রকাশিত গেজেট বাতিল করা হয়।সিটি নির্বাচনকে সার্জিক্যাল কারচুরি নির্বাচন আখ্যায়িত করে জয়নাল আবেদীন বলেন, সাধারণত সার্জিক্যাল কারচুপির মাধ্যমে যে কারচুপি করা হয়, সেই কারচুপি ধরা পড়ে না। কিন্তু এই কারচুপি ধরা পড়েছে, মিডিয়ার কাছে, আন্তর্জাতিক আঙ্গনে, দেশবাসীর কাছে। ভোট চুরির নির্বাচন সকলের কাছে ধরাপড়ার পরও সরকারের লজ্জা নেই জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী এই নির্বাচন গ্রহণ করেনি। বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে, ভোট ছিনতাই, ভোটা কারচুপি এবং ডাকাতির রাজনীতে বিশ্বাস করে না।নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবি করে তিনি বলেন, এই নির্বাচন কমিশনার শেখ হাসিনা সরকারের আজ্ঞাবহ। এই নির্বাচন কমিশনারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না।