দৈনিকবার্তা-ঢাকা, ০১ মে: শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে আগামী ৩০ জুনের মধ্যে শ্রম আইন বিধিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ কথা জানান।জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভূক্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী লীগ, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ, ডিপিডিসি শ্রমিক-কর্মচারী লীগ ও যুব শ্রমিক লীগ এ র্যালী ও সমাবেশের আয়োজন করে। সমাবেশে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছবি বিশ্বাস, শিরিন আখতার, জাতীয় শ্রমিক লীগ সভাপতি শুক্কুর মাহমুদসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, এ সরকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এজন্যই আগামী ৩০ জুনের মধ্যে শ্রম আইন বিধিমালা প্রণয়ন করা হবে। তিনি বলেন, শ্রমিকদের উপরই এদেশের উন্নয়ন নির্ভরশীল। রানা প্লাজার মতো যেন আর কোনো ঘটনা না ঘটে সে ব্যবস্থাই সরকার করছে।শ্রম প্রতিমন্ত্রী বলেন, অনেক কারখানা মালিক তাদের শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে চায় না। এ জন্যই শ্রম আইন বিধিমালা কার্য্যকরের মাধ্যমে শ্রমিকদের অধিকার নিশ্চিত করা হবে।