DoinikBarta_দৈনিকবার্তা _200458

দৈনিকবার্তা-ঢাকা, ০১ মে: শ্রমজীবী মানুষকে শোষণের হাত থেকে মুক্তি ও তাদের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যাওয়ার শপথের মধ্যদিয়ে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও শুক্রবার পালিত হচ্ছে মহান মে দিবস।দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা শ্রেণী-পেশার শ্রমজীবী মানুষ তাদের ন্যায্য দাবির পক্ষে সো”চার হয়ে পথে নামেন। মাঠে-ঘাটে, কল-কারখানায়, সভা-সমাবেশে, মিছিলে ধ্বনিত হয়েছে তাদের দাবি আদায়ের কথা। ঢাকা শহর আজ এক মিছিলের নগরীতে পরিণত হয়।মহান মে দিবস পালন উপলক্ষে বিভিন্ন শ্রমিক সংগঠন পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, মিছিল-সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ দিনভর নানা কর্মসূচি পালন করে। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ লাল পতাকা হাতে ও মাথায় লাল ফিতা বেধে এসব কর্মসূচিতে যোগ দেন।এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড দিয়ে সাজানো হয় রাজধানীর বিভিন্ন সড়কদ্বীপ। মে দিবস উপলক্ষে আজ দিনটি ছিল সরকারি ছুটি। বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংক ও কলকারখানা এমনকি সংবাদপত্রও বন্ধ ছিল। তবে সাপ্তাহিক ছুটিও ছিল। জাতীয় দৈনিকগুলোতে মে দিবসের বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ করা হয়। টেলিভিশন ও বেতারসহ বিভিন্ন বেসরকারি টেলিভিশন বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করে।

১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে জীবন উৎসর্গ করেছিলেন। ওই দিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর ৮ ঘন্টা কাজ করার অধিকার প্রতিষ্ঠিত হয়। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এদিনটিকে তখন থেকে সারা বিশ্বে ‘মে দিবস’ পালন করা হচ্ছে।শ্রমিক শ্রেণীর মানুষের অধিকার আদায়ের ঐতিহাসিক ঘটনাসমৃদ্ধ মহান মে দিবস রাষ্ট্রীয়ভাবে উদযাপন উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী রাষ্ট্রীয় এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিকেলে।এর আগে সকালে মহান মে দিবসের জাতীয় কর্মসূচির অংশ হিসেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হকের নেতৃত্বে শোভাযাত্রাটি সড়ক ভবন প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হয়ে দৈনিক বাংলা ও পল্টন মোড় হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগ সভাপতি আলহাজ্ব শুক্কুর মাহমুদ। সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি মো: ওয়াহিদুজ্জামান।মহান মে দিবস উপলক্ষে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উদ্যোগে আজ নগরীর পুরানা পল্টন মুক্তি ভবনের সামন থেকে বিপুল সংখ্যক শ্রমিকের অংশগ্রহণে মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের উপদেষ্টা শ্রমিক নেতা মনজুরুল আহসান খান।এ সংগঠনের বিভিন্ন আঞ্চলিক কমিটির উদ্যোগে শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় বিকেলে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র গাজীপুর জেলার উদ্যোগে শ্রমিক নেতা জিয়াউল কবীর খোকনের সভাপতিত্বে বড়বাড়ি মেলার মাঠে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আশুলিয়ার জামগড়ায় অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে মেহনতি মানুষের পার্টি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বক্তৃতা করেন।কাঁচপুরের শ্রমিক সমাবেশে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শ্রমিক নেতা এ্যাড. মণ্টু ঘোষ।গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বাড্ডা-রামপুরা-খিলগাঁও আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ শাহীনের সভাপতিত্বে এবং কার্যকরি সভাপতি দিদারুল ইসলামের পরিচালনায় মধ্যবাড্ডা লুৎফুন টাওয়ারের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।নাবিস্কো শহীদ মিনারে গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র তেজগাঁও আঞ্চলিক কমিটি আয়োজিত শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শ্রমিক নেতা আকলিমা আক্তার ডলি।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) মহান মে দিবস উপলক্ষে যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে। দুপুরে সংগঠনের দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ডিইউজের সভাপতি আলতাফ মাহমুদ।দিবসটি পালনে জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ে, ইরামত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে, বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন তোপখানা রোড¯’ সংগঠনের কার্যালয়ের সামনে, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র মুক্তিভবনের সামনে, মুক্তির সংগ্রাম গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেস ক্লাবের সামনে, বাংলাদেশ সংগ্রামী গার্মেন্টস শ্রমিক ফেডারেশন মিরপুরে, বাংলাদেশ জার্নালিস্ট-কলামিস্ট ইউনিয়ন জাতীয় প্রেস ক্লাবের সামনে, জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন জাতীয় প্রেস ক্লাবের সামনে, জাতীয় গণতান্ত্রিক শ্রমিক ফেডারেশন মিরপুর পূরবী সিনেমা হলের সামনে, গণসংহতি ঐক্য টিএসসি প্রাঙ্গণে, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আশুলিয়ায়, বাংলাদেশ শন্তি পরিষদ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে, পল্লী বিদ্যুৎ জাতীয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে, ন্যাশনাল পিপলস শ্রমিক পার্টি জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে, ট্যানারি ওয়াকার্স ইউনিয়ন সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে, জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশন পুরানা পল্টন মোড়ে সমাবেশ করে।

উখিয়া: উখিয়া উপজেলা জীপ-মাইক্রোবাস মিনিবাস চালক সমবায় সমিতি লিঃ রেজিঃ নং- ৭ এর উদ্যোগে (১ মে) মহান মে দিবস উপল্েয আলোচনা সভা ও র‌্যালি সকাল ১০ টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। শতাধিক গাড়ীর বহর নিয়ে চালক সমবায সমিতির নতৃবৃন্দ ও শ্রমিকরা উখিয়া উপজেলা সদর, কোটবাজার, মরিচ্যা ও পালংখালী এলাকা পরিদর্শন সহ র‌্যালি করেন। পরে উখিয়া ডাকবাংলো মার্কেটস্থ সংঘঠনের অফিস কে আলোচনা সভা অনুষ্টিত হয়। সংঘটনের প্রতিষ্টাতা সহ সভাপতি সোনা মিয়া ড্রাইভারের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট শ্রমিক নেতা উখিয়া উপজেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক জালাল উদ্দিন কোম্পানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র সমিতির সাবেক সাধারন সম্পাদক শাহ আলম কোম্পানী, উপদেষ্টা সদস্য বাহার উদ্দিন, বক্তব্য রাখেন, সহ সভাপতি ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কোষাধ্য নুর মোহাম্মদ বাদশা, সাবেক সহ সভাপতি মুজিবুল হক, সদস্য মোঃ ভুলু, জকির মিয়া, জিয়াউর রহমান জিয়া, নুর“ল আলম, মনির আহম্মদ ড্রাইভার, ছৈয়দ আলম, সাহাব উদ্দিন প্রমুখ। সভায় শ্রমিক সংঘটনের নেতৃবৃন্দ গত ৬ মার্চ বালুখালী কাকড়া ব্রিজ এলাকায় বিজিবির সাথে স্থানীয় জনসাধারনের মধ্যে সৃষ্ট ঘটনায় নীরহ শ্রমিক সংঘঠনের নেতৃবৃন্দদের মধ্যে সভাপতি অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্টো, সাধারন সম্পাদক তোফাইল আহম্মদ সহ ৭/৮ জন সদস্যদের মিথ্যা ভাবে মামলার আসামী করায় ােভ প্রকাশ করেন এবং অভিলম্বে মিথ্যা মামলার দায় হইতে অব্যাহতির দাবী জানান।

রাজারহাট(কুড়িগ্রাম): মহান মে দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বর হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের নেতৃত্বে শ্রমিকরা একটি র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজারহাট ইউনিয়ন পরিষদ চত্বরে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপকমিটি (রাজঃ ৩১৪) রাজারহাট শাখার সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল হাসেম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কপিল উদ্দিন ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম। বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপকমিটি রাজারহাট শাখার সড়ক সম্পাদক রেজাউল ইসলাম রেজার পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপকমিটি রাজারহাট শাখার সাধারন সম্পাদক মোঃ আলম মিয়া, সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, কোষাধ্যক্ষ মোঃ বাবলু, সহ-সম্পাদক আমিনুর রহমান, ট্রাক শাখার সাধারন সম্পাদক মোঃ মোজাম, লোড-আনলোড শাখার সাধারন সম্পাদক আমিনুর ইসলাম প্রমূখ। বক্তারা শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান ও বিভিন্ন স্থানে চাঁদাবাজী বন্ধের দাবী জানান।

নীলফামারী: নীলফামারী জেলার শ্রমিক প্রধান শহর সৈয়দপুরে আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। মহান মে দিবস উদযাপনে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন, রিকশা মজদুর ইউনিয়ন, মাইক প্রচারক ও অপাটের সমিতি, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, রাজমিস্ত্রি, রড, রং শ্রমিক ইউনিয়ন, উপজেলা লোড-আনলোড লেবার ইউনিয়ন, উপজেলা হোটেল অ্যান্ড রেষ্টুরেন্ট শ্রমিক ইউনিয়ন, সরকারি খাদ্য গুদাম কর্মচারি ইউনিয়ন, পাট প্রেস শ্রমিক ইউনিয়ন, মাইক্রেবাস-পিকআপ শ্রমিক ইউনিয়ন, রিকশা সাইকেল ভ্যান শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক লীগ সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে র‌্যালি বের করা হয়। রেলওয়ে শিশু পার্ক থেকে র‌্যালিটি বাদ্যযন্ত্রসহ বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এর আগে পরিবহন শ্রমিকরা স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে শপথ গ্রহণ করেন। শপথ বাক্য পাঠ করান নীলফামারী বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সাবেক পৌর মেয়র আখতার হোসেন বাদল। শহরের উপকন্ঠে কামারপুকুর লেবার ইউনিয়ন দিবসটি উদযাপনে র‌্যালি, শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভার আয়োজন করে। এছাড়া বিভিন্ন সংগঠন পৃথক পৃথকভাবে কর্মসূচি গ্রহণ করেছে।

মৌলভীবাজার: বৃষ্টিময় দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মহান মে দিবস পালিত হয়। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। মাঝ পথে গিয়ে থেমে যায় বৃষ্টি। সেই সময়ের মধ্যে মে দিবস উপলক্ষে সড়ক পরিবহন ট্রাক ও ট্যাংকলরী’র শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখা, বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন শ্রীমঙ্গল উপজেলা শাখাসহ বিভিন্ন সংগঠন গত ০১ মে বৃহস্পতিবার র‌্যালি বের করে। র‌্যালিটি উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। এসময় সাথে ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু, উপজেলা নির্বাহী অফিসার শহীদ মোহাম্মদ ছাইদুল হকসহ আরো অনেকে। র‌্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিন করে। এছাড়াও জেলার চা বাগান অধ্যুষিত শ্রীমঙ্গল উপজেলায় কয়েক হাজার চা শ্রমিক নারী পুরুষের অংশ গ্রহনে দুপুর ১২টায় শ্রীমঙ্গল লেবার হাউস থেকে বর্ণাঢ্য র‌্যালী বের করে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন। তাছাড়া হোটেল শ্রমিক ইউনিয়নসহ নানা সংগঠন র‌্যালী মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করে।

কুষ্টিয়া: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কুষ্টিয়ায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান মে দিবস।এই উপলক্ষে শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহনে একটি র‌্যালী কালেক্টরেট চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় পাবলিক লাইব্রেরী মাঠে এসে শেষ হয়।পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, উপ-পরিচালক শ্রম অধিদপ্তর, কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুব-উল আলম, সাধারণ সম্পাদক মোকাদ্দেস হোসেন, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভায় আন্তজার্তিক শ্রম দিবসের তাৎপর্য নিয়ে আলোচনায় বক্তারা বলেন,সারা বিশ্বের শ্রমিকদের দৈনিক ৮ ঘন্টা কাজের সময় নির্ধারিত হয়। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায় বলে বক্তারা বলেন।উল্লেখ্য, ১৮৮২ সালে আমেরিকার শিকাগো শহরে দৈনিক শ্রমিকের ৮ ঘন্টা সময় নির্ধারণের দাবীর প্রেক্ষিতে শ্রমিকরা আন্দোলন শুরু করে। এ আন্দোলনের ফলশ্রুতিতে তৎকালীন মার্কিন সরকার নিরীহ শ্রমিকদের উপর গুলিবর্ষণ করে ।এসময় ৫ শ্রমিক নেতাসহ বেশ কয়েকজন শ্রমিক নিহত হয়। পরে আন্তজার্তিক শ্রম আইন ( আই এল ও) পাশ হয়।

বরিশাল: শ্রমিক মালিক ঐক্যর মধ্য দিয়ে সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে বরিশালে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার সকাল আটটা থেকেই জেলা প্রশাসন এবং শ্রমিক সংগঠনগুলোর ব্যানারে দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।‘শিল্প বাঁচাও শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও, সারা বছরের কাজ, মজুরী ও নিরাপত্তা দাও’ স্লোগান নিয়ে সকাল সাড়ে আটটায় নগরীর নাজির মহল্লায় বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করে। এরপর সকাল সাড়ে নয়টায় শ্রমিক কল্যান কেন্দ্র, প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজনে অশ্বিনী কুমার হল চত্বর থেকে র‌্যালী বের হয়ে সার্কিট হাউসে গিয়ে আলোচনা সভাস্থলে যোগ দেয়। এতে সংসদ সদস্য তালুকদার মো. ইউনুচ, জেলা প্রশাসক মো. শহিদুল আলম, প্রেসক্লাব সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।পরে জেলা শ্রমিকলীগের উদ্যোগে সকাল দশটায় অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এক সমাবেশে অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর: শরীয়তপুরে জেলা প্রশাসক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে মে দিবস পালিত হয়েছে। বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়াহিদুজ্জমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

মাগুরা: দিবসটি উপলক্ষে মাগুরায় জেলা শ্রমিক লীগ ও শ্রমিকদলসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শহরে কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। বিভিন্ন সংগঠনের উপ¯ি’তিতে র‌্যালীতে নেতৃত্বদেন জেলা প্রশাষক মাহবুবর রহমান।

পঞ্চগড়: মহান মে দিবস উপলক্ষে পঞ্চগড়ে শুক্রবার সকালে জেলা প্রশাসন ও শ্রমিক সংগঠনের উদ্দ্যোগে মুক্তিযোদ্ধা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক সামসুল আযম, পৌর মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট প্রমুখ। পরে সরকারী অডিটোরিয়াম চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।

নড়াইল: বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নড়াইলে মাহান মে দিবস পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে জেলা প্রশাসন, জাতীয় শ্রমীকলীগ, বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মান শ্রমিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষে সংগঠনের পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রুপগঞ্জ বাসস্টান্ড চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।মুন্সীগঞ্জ: দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। জেলা প্রশাসনের উদ্দ্যোগে র‌্যালীটি কোর্ট প্রঙ্গন থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে শেষ হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন ¯’ানীয় সংসদ সদস্য এড মৃনাল কান্তি দাস। র‌্যালীতে মহান মে দিবস সম্বলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন শোভা পায়। র‌্যালী শেষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক কুদ্দুস আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।খাগড়াছড়ি : মহান মে দিবস উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শিশু একাডেমী প্রাঙ্গন থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। এতে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন, এনজিও প্রতিষ্ঠান অংশ নেয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে টাউন হলে এসে আলোচনা সভায় মিলিত হয়।

ঝিনাইদহ: জেলায় জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে দিবসটি পালিত হয়েছে। সকালে স্থানীয় পুরাতন ডিসিকোর্ট চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। জাতীয় পতাকা এবং বিভিন্ন দাবি সংবলিত ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত শ্রমিকরা র‌্যালিতে অংশ নেন।

বাগেরহাট: বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান মে দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা উদ্যান থেকে একটি র‌্যালী বের করা হয়। পরে স্বাধীনতা উদ্যানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়াও রাজশাহী, নাটোর, পাবনা, ফরিদপুর, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর, খুলনা, কুষ্ঠিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, নোয়াখালি, মেহেরপুর, মাদারিপুরসহ সারাদেশের বিভিন্ন স্থানে মহান মে দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।