দৈনিকবার্তা-ঢাকা, ০১ মে: বিশ্বকাপের পর আটটি প্রীতি ম্যাচ খেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে নিজ মাঠে কোন ম্যাচই খেলেনি তারা। অবশেষে বিশ্বকাপ ফুটবলের পর আগামী ৭ জুন প্রথমবারের মত নিজ মাঠে খেলতে নামছে ব্রাজিল। সাও পাওলোতে ঐ প্রীতি ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ মেক্সিকো।চতুর্থ স্থানে থেকে গত বিশ্বকাপ শেষ করেছিলো ব্রাজিল। ঐ আসরে নিজ মাঠে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে নেদারল্যান্ডেসের কাছে ৩-০ গোলে হেরেছিলো তারা। সেটিই ছিলো নিজে মাঠে ব্রাজিলের সর্বশেষ ম্যাচ। সর্বশেষ এই কারনে, তৃতীয়স্থান নির্ধারনী ঐ ম্যাচের পর আটটি প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল। কিন্তু নিজ মাঠে আর কোন ম্যাচ খেলেনি তারা।
অবশেষে বিশ্বকাপের পর নিজ মাঠে খেলতে নামছে ব্রাজিল। সাও পাওলোতে মেক্সিকোর বিপক্ষে খেলতে নামবে তারা। এ ব্যাপারে ব্রাজিল ফুটবল ফেডারেশনের এক কর্মকর্তা বলেন, খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মাটিতে ফুটবলাররা খেলবেন। আমরা সবাই উ”ছ¡সিত। আশা করছি খেলা দেখার জন্য অধীর আগ্রহে রয়েছে এ দেশের ফুটবল প্রেমীরা।বর্তমানে তুখোড় ফর্মে রয়েছে ব্রাজিল। বিশ্বকাপের পর আটটি প্রীতি ম্যাচের সবগুলোতেই জিতেছে তারা। এর মধ্যে আর্জেন্টিনা-ফ্রান্সের মত বড় দলকেও হারের লজ্জা দিয়েছে ব্রাজিল।