DoinikBarta_দৈনিকবার্তা 0473158

দৈনিকবার্তা-ঢাকা, ০১ মে: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, যারা বাংলাদেশে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে তাদের পরাজয় হয়েছে।তিনি বলেন, সিটি নির্বাচনের আগের দিনই বিএনপি সিদ্ধান্ত নিয়ে রেখেছিল নির্বাচন বর্জনের।হাছান মাহমুদ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আওয়ামী হকার্স লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।সংগঠনের সভাপতি এস এম জাকারিয়া হানিফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

হাছান মাহমুদ বলেন, বিএনপি কেন দুপুর ১২টায় নির্বাচন থেকে সরে এলো। কারণ তারা দেখতে পেলো অধিকাংশ কেন্দ্রে পোলিং এজেন্ট আসে নাই। যেসব নেতারা আন্দোলন ডেকে রাস্তায় নামতে পারে না তারা নির্বাচনে পোলিং এজেন্ট দিতে পারে না। এ কারণে অধিকাংশ ভোট কেন্দ্রে পোলিং এজেন্ট দেখা যায়নি। নেতাদেরকেও বিভিন্ন কেন্দ্রে ঘুরতে আমরা দেখি নাই। তারা বুঝতে পেরেছে তাদের পরাজয় হতে যাচ্ছে।তিনি বলেন, সিটি নির্বাচনের মধ্যদিয়ে গণতন্ত্র, অসাম্প্রদায়িকতা, অগ্রগতি ও উন্নয়ন বিজয়ী হয়েছে। যারা গণতন্ত্রকে অবরুদ্ধ করে রাখতে চায় তাদের পরাজয় হয়েছে।আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বলেন, যখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত হরতাল-অবরোধ ডেকে শ্রমজীবী মানুষে পেটে লাথি মেরেছে। তাদের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে। বিএনপি-জামায়াত জ্বালাও-পোড়াও করে গত তিন মাস নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করে রেখেছিল। তাদের পক্ষে আর কখনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি সম্ভব হবে না।

বিএনপিকে ২০১৯ সালের নির্বাচনের প্রস্তুতির নেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।তিনি বলেন, দীর্ঘ ৩ মাস ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে বিএনপি বুঝতে পেরেছে এ ধরনের কাজ করলে কী পরিণতি হয়। শ্রমজীবী মানুষদের কষ্ট দেওয়ার ফলাফল সিটি নির্বাচনের মাধ্যমে তারা পেয়েছে।খাদ্যামন্ত্রী বলেন, মে দিবস একটি সম্মানিত দিন। শ্রমজীবী মানুষ আমাদের সহায়তার শক্তি। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই আমাদের দেশ অগ্রগতির পথে দ্রুত এগিয়ে যাচ্ছে।তিনি বলেন, ২০১৩ সালের শেষের দিকে এবং গত ৩ মাসে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কর্মজীবী মানুষ। বিশেষ করে পরিবহন শ্রমিকরা। বলতে গেলে তারা কর্মহীন হয়ে পড়েছিলো।কামরুল বলেন, সিটি নির্বাচনকে ইস্যু করে বিএনপি ধ্বংসাত্মক কর্মকাণ্ড করার অপচেষ্টা করেছিলো। কিন্তু তাদের এই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।