দৈনিকবার্তা-ঢাকা, ০১ মে: দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা-ছেলে ও নানী-নাতনীসহ ১৪ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।শুক্রবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে, ফেনীর ছাগলনাইয়া ও লালপুরে, দুপুরে চট্টগ্রামের হাটহাজারীতে এবং বৃহস্পতিবার রাতে মাগুরা সদর উপজেলায় ও বিকেলে দিনাজপুরে এসব দুর্ঘটনা ঘটে।সংবাদদাতাদের পাঠানো সংবাদ: নোয়াখালী প্রতিনিধি, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও মাটিবাহী পাওয়ারটিলারের মুখোমুখি সংঘর্ষে নানী নাতনীসহ ৪জন নিহত হয়েছে। ঘটনায় এক পথচারীসহ ৪জন গুরুত্বর আহত হয়েছে।শুক্রবার বেলা ১১টার দিকে পৌরসভার করালিয়া রেজিস্ট্রার অফিসের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন- সদর উপজেলর দত্তেরহাট এলাকার বেলাল হোসেনের মেয়ে সুমনা (৯) তার নানী ও সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের মধ্য করিমপুর গ্রামের মো. বাবুলের স্ত্রী রোজি বেগম (৬০), কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের দয়ারামদি গ্রামের গোলয়ার বাপের বাড়ীর আলী আজম বলির ছেলে ও সিএনজি চালক আবু নাছের (৩৭) এবং একই উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী গ্রামের আব্দুল্ল আল মামুন ফুলক (২৪)। আহতরা হচ্ছেন- সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের মধ্য করিমপুর গ্রামের আব্দুল আলীর ছেলে ও নিহত রোজিনা বেগমের স্বামী মো. বাবুল (৬৫) তার মেয়ে মৌসুমী আক্তার (২০), কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফলাহারী বাড়ীর মেস্ত্রী বাড়ীর নির্মল সূত্রধরের মেয়ে স্বর্প্না রানী সূত্রধর (২০) ও একই উপজেলার আব্দুল ওহাবের মেয়ে ফারজানা আক্তার (১৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা কবিরহাট উপজেলার কবিরহাট বাজার থেকে কোম্পানীগঞ্জের বসুরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। বেলা ১১টার দিকে অটোরিকশাটি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার করালিয়া রেজিস্ট্রার অফিসের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি মাটিবাহী পাওয়ারটিলার অটোরিকশাটিকে সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সুমনা ও আব্দুল্লা আল মামুন হাসপাতাল নেওয়ার পথে সিএনজি চালক আবু নাছের এবং হাসপাতালে নিয়ে গেলে রোজি বেগম নিহত হয়। আহতদের মধ্যে ফারজানা আক্তার কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং বাবুল, মৌসুমী আক্তার ও স্বর্প্না রানী সূত্রধর নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ফরিদ উদ্দিন চৌধুরী জানান, হাসপাতালে গুরুত্বর আহত অবস্থায় ৪জন রোগি আসে। তাদের মধ্যে রোজি বেগমের মৃত্যু হয়েছে। বাকীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রবিউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনায় পাওয়ারটিলারের চালক সাদ্দাম হোসেনসহ গাড়ীটি আটক করা হয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
চট্টগ্রাম: চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী চারিয়াবুড়ি পুকুর পাড় এলাকায় জিপের চাপায় সানজিদা দাশ (৩৫) ও তার ছেলে হৃদয় দাশ (১৫) নিহত হয়েছেন।নিহত সানজিদা দাশ ও হৃদয় দাশ হাটহাজারীর কাটিরহাট এলাকার দীপুল দাশের স্ত্রী-সন্তান।চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর আলম জানান, সিএনজি অটোরিকশা আরোহী মা-ছেলেকে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ি চাপা দিলে তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের লালপুলে রাস্তার পাশ থেকে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১২ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের পাশে এক নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহত নারীর শরীরের বিভিন্ন অংশ থেঁতলানো রয়েছে। পুলিশ ধারণা করছে সড়ক দুর্ঘটনায় এই নারী নিহত হয়ে থাকতে পারে।মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ সালেহ আহাম্মদ পাঠান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।এদিকে, ফেনীর ছাগলনাইয়া উপজেলার কন্ট্রাক্টর মসজিদ এলাকায় বাসচাপায় নামে এক মোটর সাইকেল আরো সাইফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন৷ গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ সাইফুল একটি ওষুধ কোম্পানির মার্কেটিং অফিসার হিসেবে ছাগলনাইয়ায় কর্মরত ছিলেন৷প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম মোটর সাইকেল নিয়ে যাচ্ছিলেন। এসময় তিনি কন্ট্রাক্টর মসজিদ এলাকায় এলে একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে সাইফুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ফেনী আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।ফেনী আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অসীম কুমার সাহা এ বিষয়টি নিশ্চিত করেছেন
মাগুরা: মাগুরা সদর উপজেলার মঘীর ঢাল আঙ্গরদাহ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন।আহতরা জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে খাদে পড়ে যাওয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান উদ্ধার করতে যশোর থেকে কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে আসেন। কাজ শেষে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের মজুরী বুঝে নিচ্ছিলেন। এমন সময় অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিন শ্রমিক মারা যান। এতে গুরুতর হন আরও পাঁচ শ্রমিক।
দিনাজপুর: শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড-সুইহারী টার্মিনাল মহাসড়কের বড় বন্দর নতুন পাড়া এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় আংগুরি (৯) ও অনন্যা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাসড়কের পাশে অনন্যা ও অপর একটি শিশু খেলা করছিল। এ সময় মাইক্রোবাসকে সাইট দিতে গিয়ে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উল্টে পড়ে। এতে শিশু অনন্যা ও তার অপর খেলার সাথী আহত হয়। আহত অবস্থায় তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার সময় অনন্যা মারা যায়।অন্যদিকে, পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের ভবানীপুর বাজারে রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় আমজাদ হোসেনের মেয়ে আংগুরি আহত হয়। গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। এ সময় এলাকাবাসী ঘাতক ট্রাক (ঢাকা মেট্রো-ট-৭৪৭৯) ও চালককে আটক করে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।
নীলফামারী: নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার গাড়াগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কে আজ সকালে এক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছে।নিহত মিলু রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের পাকুরশরিফ গ্রামের মফেল উদ্দিনের ছেলে মিলু(৪০) ।পুলিশ জানায়, সকালে কিশোরীগঞ্জ-তারাগঞ্জ সড়কে ঢাকা থেকে আসা সাঁকোয়াগামী একটি কোচের ধাক্কায় নিহত হন তিনি।কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন । তিনি জানান, মিলু শ্বশুর বাড়িতে বেড়াতে এসে বাড়ি ফিরার পথে সড়ক দূর্ঘটনার শিকার হন।ঘাতক কোচসহ চালক পালিয়েছে।